নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
---------------------------
শেষ কবে তোমাকে দেখেছিলাম, মনে আছে ? অরণ্য মনে পরে
আমাদের ছাদে সেই নানা ফুলের টব গুলো তোমার দেয়া উপহার
শরতে মেঘ রাতের চাঁদে, পূর্নিমার আলোতে ! মনে পড়ে ? অরণ্য
শীতল পাটিতে বাসে কত গল্প কবিতা চায়ের কাপে সময় পার ।
শক্ত করে তোমার হাত ধরে রাখতাম ভুতের ভয়ে,রাতের ছাদে
খালা মনি সেই গল্প বলা, রাজা রানি আর রাজকন্যার ভালবাসা
আমি ঠিক তখনেই ভাবতাম মনের কুটিরে তুমি সেই রাজ পুত্র
ভীষন খুনসুটির প্রেমের কল্পনায় তোমাকে নিয়ে হারিয়ে যাওয়া ।
রাতের চোখে আকাশের নক্ষত্র আজো চেয়ে দেখি , অরণ্য তোমাকে
এখন সেই ছাদটা স্বপ্নের ঘরে হেঁটে বেরাই তোমার ছায়ার সাথে
একটা স্বপ্ন রাতের ঘুমে আজও তাড়া করে ফিরে তোমার জন্য
তোমার হারিয়ে যাওয়া ঠিকানা হীন কোন পথে ! অরণ্য কেন?
শুকনো বালিশে ঘুমাই রাত চলে যায় ভোরের শিশির জমে সেই বালিশে
জ্বর বারে তোমার সবুজ সেই সাঁটটা কাছে নিয়ে চেয়ে দেখি তোমার হাসি
প্রতিদিনই চোখের জলে শুকনো বালিশ ভিজাই তোমার পথ পানে চেয়ে
কেন একবার বললাম না তুমি আমার স্বপ্ন পুরুষ হে সবুজ অরন্যের অরণ্য
শেষ কবে ধরেছিলে হাত দুটি, আছে কি মনে ? বাঁশের সাকুটার কাছে
কি বিষণ ভয় ছোট খালের সেই সাকু টা পারি দিতে তোমার হাতেই ভরসা ,
সব ভয় চলে যায় তুমি হাত ধরে পার কারলে । যান অরণ্য এখন ভয় নাই
হাসিমুখে, ভীষন উচ্ছাসে, সেই সাকুটা পারি দেই কিন্তু খুব তোমাকে মনে পরে ।
বলেছিলে চোখে চোখ রেখে তুমি রাজপুত্রের মতন না ! তুমি অরণ্য চির সবুজ
যে দিকেই তাকাই এখন শুধু মানুষ দেখি কিন্তু অরণ্য দেখি না চাতক চোখে
অরণ্য তুমিই বলেছিলে মনকে বিশ্বাস করতে, মন নাকি হৃদয়ের আয়না
শেষ পর্যন্ত মনের আয়নায় তোমাকে পাই খুজে বার বার ভীষন আবেগে ! অরণ্য
©somewhere in net ltd.