নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
-------------------------------------------
এইতো সেই কবিতা আধার ভেঙে আলোর পথে
শিউলিমালা কুড়ানো ফুলে গাঁথা আরোপিত দৃষ্টি
সময়কে বোঝাই-প্রাপ্তির আনন্দের মতো
অথচ তুমিই জীবন জ্বালিয়েছিলে কবিতার উপাদানে ।
বাতিল কাগজের পঙ্ক্তিগুলোও সব অচেনা হয়ে যায়
তবু আবার একটি অচেনা কবিতার জন্ম হলো ক্ষণে
কিন্তু হারানো কবিতাটির মতো হলো কই কবিতা ?
আমার বড় কষ্ট কেউ হারানো কবিতা বোঝে না।
অস্থির হলেই হৃদপিন্ডটা অস্বাভাবিক ধাপাধাপি করে
বিষাক্ত কার্বন-ডাই অক্সাইডের মত শ্বাস টেনে গ্রহণ করি
তোমার চোখের ভেতর দিয়ে বিশ্ব দেখি মৃত্যুর কোলে
শুধু হাইঃনিশ্বাস ছেড়ে দগ্ধ অনুভূতিগুলো কবিতা হয় ।
ইচ্ছে হলেও ছুঁয়ে দেখা হয় না তোমার নগ্ন নির্জন হাত
আঁকাবাঁকা পথ ধরে হাঁটা হয়ে উঠে না বছর ধরে
রক্তিম ঠোঁট কেবলি হাতছানি দেয় কাছে আসার
নক্ষতের মৃদু আলোয় কপালে তিলক আঁকে কবিতায় ।
চোখে চোখ রেখে ভিজতে ইচ্ছে করে ভালবাসার বৃষ্টিতে
প্রত্যাশা- মহাকালের কোন এক ছুটির ঘণ্টায় তোমায় দেখব
শরতের মেঘ ছিদ্র করে বৃষ্টি নামে মৃত্তিকার শরীরে ভাঁজে
তোমার চোখজুড়ে, চাহনিতে পূর্ণিমার ভরা জোয়ার আসে !!
ছায়াবৃত্তের ক্যানভাসের প্রত্যাশা ফিরে পায় হারানো যৌবন
কবিতাও চলে যায় আর সবার মতো ধীর পায়ে হেঁটে হেঁটে
অনুভূতির সমুদ্র্রে স্নান করার বাসনা লালন করি শতাব্দীকালে
নিথর দেহ এইতো সেই কবিতা আধার ভেঙে আলোর পথে ।।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: (পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন )
খুব ভালো লাগলো । আসলে সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন । মনে হয় এই কবিতাটির মত.।।।
সুখ দুঃখ
আল আমিন উজানী
দুঃখ তোমায় করছে ধাওয়া
সুখ লুটিবে তোমার চাওয়া
রাত যদি না আসে ভুবন পরে
কি মূল্য দিন বুঝিবে তারে
ব্যাথা যদি না বাধেঁ বাসা
কি দুখে করিবে সুখের আসা
সুখ দুঃখ একে অপরের ভাই
সুখেতে ডুবিলে দুঃখ আসেগো তাই
সুখের আসায় দুঃখ কতনা
মানব জীবনে বিষাদ যতনা
জীবনে মরনে সপ্ন সাধনে
বেদনা যাতনা আসিবে আপনে ।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: (পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন )
খুব ভালো লাগলো । আসলে সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন । মনে হয় এই কবিতাটির মত.।।।
সুখ দুঃখ
আল আমিন উজানী
দুঃখ তোমায় করছে ধাওয়া
সুখ লুটিবে তোমার চাওয়া
রাত যদি না আসে ভুবন পরে
কি মূল্য দিন বুঝিবে তারে
ব্যাথা যদি না বাধেঁ বাসা
কি দুখে করিবে সুখের আসা
সুখ দুঃখ একে অপরের ভাই
সুখেতে ডুবিলে দুঃখ আসেগো তাই
সুখের আসায় দুঃখ কতনা
মানব জীবনে বিষাদ যতনা
জীবনে মরনে সপ্ন সাধনে
বেদনা যাতনা আসিবে আপনে ।