নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

ভুল অহংকার -------------- অনু গল্প

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩



গ্রাম থেকে ছেলের বাবা মা এসেছে পাত্রী দেখতে ঢাকা শহরে । মেয়ের বাবা মা ছেলে কে আগে থেকে চিনেজানে । মোট কোথায় ছেলে মেয়ে একে অন্য কে পছন্দ করে ।
মেয়ের বাবা চিন্তা করল ছেলের বাবা মা কে ডেকে এনে বিষয় টা তাদের বুঝিয়ে দেই যে আপনার ছেলে আমার মেয়ের উপযুক্ত না । তখন ছেলেটা হয়ত সিদান্ত বদলাবে আর মেয়ে যদি গ্রামের মানুষ দেখে তাহালে ছেলে কে হয়ত বাদ দিবে ।
সবাই অপেক্ষা করছে ছেলের বাবা মায়ের জন্য । গ্রামের মানুষ কি আর বুঝে । মেয়ের বাপের তো টাকা পায়সা আর অভাব নেই । ছেলে টা দেখতে সুন্দর তা ছারা শান্ত ও বিবিএ ও এম বি তে খুব ভাল রেজাল্ট করা ছেলে । যাই হক গ্রামের সেই সাদা মনের মানুষ গুলশান নিকেতনের আলিসান ফ্ল্যাটের বাসায় প্রবেশ করল ।
সবার সাথে মত বিনিময়ের আরাম করে বসল ।
মেয়ের বাবা ঃ- তা আসতে তো কোন অসুবিধা হয় নাই । আমি একবার ভেবে
ছিলাম যে গাড়ি পাঠিয়ে আপনাদের নিয়ে আসি । কিন্তু আপনার
ছেলে বলল না আব্বু রাগ করবে , তাই পাঠালাম না ।
ছেলের বাবাঃ- না ঠিকেই বলেছে ছেলে । গাড়ি পাঠানোর দরকার কি? আমার বেশ
কিছু গাড়ি আছে । নিজে চলার জন্য ২টা গাড়ি ।
মেয়ের বাবা ঃ-২ টা নিজের চলার জন্য! বলেন কি ভাই । হোন্ডা না সাইকেল ।
ছেলের বাবা ঃ- জি । ঢাকা টু রংপুর আমার ৭ টা বাস চলে । জমি চাষ করার জন্য
তিন টা ট্রাকটার । আমার জন্য একটা প্রিমিও আর পরিবারের
জন্য একটা মাইক্রো । ইট খোলার জন্য ১০ টা ট্রাক আছে ।
মেয়ের বাবা ঃ- আপনার ছেলে যে বলে আমার বাবা খুব সাধারন মানুষ ।
ছেলের বাবা ঃ- দেখুন আমি খুব সাধারন মানুষ । সম্পদের জন্য মানুষ কখনো
অসাধারন হয় না। ঢাকা একটা দুই টা বাড়ি করা আমার পক্ষে
সম্বব । কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল আমি যেন গ্রামে থাকি ।
আমি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে পাস করা । আমার মিসেস
ইডেনের ছাত্রী । মোট কোথায় সম্পদ নিয়ে আমি চিন্তিত না ।
রাইস মিল , আম বাগান সব মিলিয়ে আর একটা রংপুর শহরে
একটা পেট্রোল পাম্প আছে । আমার মিসেস একটা কলেজের
সভাপতি আমি তো সারাদিন সমাজ সেবা নিয়ে আছি । রংপুর
হারাগাছ আমাদের পরিবার কে এক নামে চিনে । আমার
মিসেসের বড় ভাই বর্তমানে একটা ব্যাংকের চেয়ার ম্যান ।
মেয়ের বাবা ঃ- চুপ করে গেল এখন তাঁর উলট ভয় লাগছে তাঁর মেয়ে কে কি তারা
পছন্দ হবে কি না । কারন ছেলের বাবা সামনে সে কিছুই না। তাঁর
অপমান করার পরিকল্পনায় এখন সে নিজেই ধরা ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.