নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

শরতের প্রেম বর্ষা ---------------------------------

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪



বর্ষার মেঘ ফিরে যাচ্ছে অজানায় অন্য কোথাও
অবশেষে… আজ প্রথম শিশির দেখলাম ধানের পাতায়
কে-জানি হঠাৎ আজ ভোরে ফিসফিসিয়ে বলে গেলো
এবার শরৎ কিছুটা কেদে ছিল বর্ষার সাথে কোন অভিমানে
এ কেমন শরৎ? বিদায় বর্ষার কে বিদায় না দিয়ে প্রেমে পরে ?
আমি অবাক হয়ে ভাবছিলাম, প্রেমের কি সুন্দর সুধা মেঘের ভেলা
আর আকাশে সাদা কালো নিল মেঘের ছুটাছুটি শরৎ বর্ষার খেলা !
বৃষ্টি যেমন ভিজায়, আমি শরৎ বৃষ্টির রঙের ভিজতে শুরু করলাম
দেখলাম শহরের মাটিয়াল দেহে মাথা চাড়া দিয়ে উঠেছে অগুণতি ঘাস
শরতের প্রথম দিনেই ওরা অদ্ভূত গাঢ় সবুজ জন্ম নিতে শুরু করল সাখে
যেন মাটির তলা থেকেই সবুজে মাথা উচু করে আগামীর প্রেমের সুধা ছড়ায়
আমি দেখলাম প্রতিটি ভাবনায় প্রেমের একটা রহস্য খেলা করে যায় ।
কে-জানি হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে বলে গেলো
এ শরতে কাশ ফুল গুলো আমাকে প্রেম দিবে সাদা মেঘের মত
প্রেমের সকল কথা থাকবে নিশ্চুপ
আর সাদা বক তার ডানা লুকিয়ে ফেলবে আমার আবেগ
আর এক সলাজ দেহের মৌনতা-ভাঙা তরুণীর প্রেম চিরে যাবে আকাশ
একটি বাক্যই হবে এ শরতের শিরোনাম............।।
নদীর প্রতিটি জলবিন্দু ,মাটির প্রতিটি কণায় প্রতিধ্বনিত হবে সেই স্বর
অনুরিত হবে প্রতিটি গাছের শিকড় থেকে প্রতিটি প্রাণের শিরায়
শরৎ এসেছে…অবশেষে বর্ষার প্রেমে ভিজে ভিজে এ জিবনে ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি বেশ ভালো লিখেন আপু! বেশ ভালো লিখেন!!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৩

রুপম চৌধুরী বলেছেন: বেশ ভাল লিখেছেন আপু।অনেক।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। ভাল থাকা হোক অনেক।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

অভিমানীর আকাশ বলেছেন: লেখার হাত অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.