নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

অ- কাব্যের মন -------------------------------

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩



বুকের মাঝে বাসা বেধে আছে আরাধ্য শত বছরের কথা
আমি অতীতে পা গুনে হেটে চলেছি সেই ফেলে আসা পথে
কখনো মনে হয়নি ফেলে আসা অতীত আমাকে মনে রাখবে !
একটা সময় এসে দেখা গেলো অতীত যেন আমার বেঁচে থাকা ।
আমি দেখেছিলাম ঘুনে ধরা জনপদে অবিচারের ঝুলোঝুলি
যেখানে নিত্য রক্ত ঝরে হাহাকরের নারী শিশু যুবকের মনে
কাল্পনিক আশায় চোখ ভুলে যায় এই ভেবে ভেবে
একদিন সে ন্যায়বিচার পাবে হয়ত বেঁচে থেকে না হয় মরিলে।
সে একদিন কি কখনো এসেছিল এ রাজ পরিবারে ,
তাই আমি পালালাম চেনা মুখ গুলোকে পেছনে ফেলে।
কিছু কিছু মুখ হারিয়ে যায়, স্বার্থের চোরাবালির পথে
আমিও খোয়াতে থাকি আমার মনের তৃষ্ঞার্ত কাব্য কথা ।
বিকলাঙ্গতা কখনো কারো স্বপ্ন হয় না বেঁচে থাকার
শুধু এক মুঠো হাসি মিশে থাকে পুরোটা জীবন ভরে পথে পথে।
মেঘলা আকাশের দেখি ভালোবাসার আগাছা গুলো হাসে
গ্রাস করেছে মানবতা মানবিকতা ভালবাসা স্বর্ণ মুদ্রার তলে
কামনা রিক্তে রাজত্ব করছে এ শহরের অলিগলি তাদের হাতে।
তবে এখানে আছে ন্যায়বিচার আশার স্বপ্ন ,
আছে স্বপ্ন ছোবার হাজারো আকা বাকা সরল পথ।
স্বপ্ন এতটাই দূরে থাকে যাকে ছুতে হলে পেরিয়ে যাবে সহস্র জীবন!
আমার পথচলায় ভেসে বেড়ায় নিস্পাপ শিশুদের ভিড়ের
আমি মন্ত্রমুগ্ধ ডুবে যাই ধীরে ধীরে স্বপ্ন গুলো তে ,শিশুদের ভিড়ে
বুকের মাঝে বাসা বেধে আছে আরাধ্য শত বছরের কথা
আমি অতীতে পা গুনে হেটে চলেছি সেই ফেলে আসা পথে
কখনো মনে হয়নি ফেলে আসা অতীত আমাকে মনে রাখবে !
একটা সময় এসে দেখা গেলো অতীত যেন আমার বেঁচে থাকা ।
আমি দেখেছিলাম ঘুনে ধরা জনপদে অবিচারের ঝুলোঝুলি
যেখানে নিত্য রক্ত ঝরে হাহাকরের নারী শিশু যুবকের মনে
কাল্পনিক আশায় চোখ ভুলে যায় এই ভেবে ভেবে
একদিন সে ন্যায়বিচার পাবে হয়ত বেঁচে থেকে না হয় মরিলে।
সে একদিন কি কখনো এসেছিল এ রাজ পরিবারে ,
তাই আমি পালালাম চেনা মুখ গুলোকে পেছনে ফেলে।
কিছু কিছু মুখ হারিয়ে যায়, স্বার্থের চোরাবালির পথে
আমিও খোয়াতে থাকি আমার মনের তৃষ্ঞার্ত কাব্য কথা ।
বিকলাঙ্গতা কখনো কারো স্বপ্ন হয় না বেঁচে থাকার
শুধু এক মুঠো হাসি মিশে থাকে পুরোটা জীবন ভরে পথে পথে।
মেঘলা আকাশের দেখি ভালোবাসার আগাছা গুলো হাসে
গ্রাস করেছে মানবতা মানবিকতা ভালবাসা স্বর্ণ মুদ্রার তলে
কামনা রিক্তে রাজত্ব করছে এ শহরের অলিগলি তাদের হাতে।
তবে এখানে আছে ন্যায়বিচার আশার স্বপ্ন ,
আছে স্বপ্ন ছোবার হাজারো আকা বাকা সরল পথ।
স্বপ্ন এতটাই দূরে থাকে যাকে ছুতে হলে পেরিয়ে যাবে সহস্র জীবন!
আমার পথচলায় ভেসে বেড়ায় নিস্পাপ শিশুদের ভিড়ের
আমি মন্ত্রমুগ্ধ ডুবে যাই ধীরে ধীরে স্বপ্ন গুলো তে ,শিশুদের ভিড়ে

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: ভীষণ ভালো লেগেছে । অনেক সুন্দর একটা মন আছে আপনার । সময় করে আপনার কবিতা পড়বো ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

waled ahmed বলেছেন: এত ভাল লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারবনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.