![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
তৃষ্ণায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় নিশাচড় মনের কাব্য
পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে বিন্দু বিন্দু সুখ হারিয়ে খুজি
যাকে স্পর্শ করেনি কখনো জ্যোস্নার আলো ভেবে
মনের গভীরে কোন মায়াবী আবেগময় রাত স্বপ্ন দেখে
কেউ বুঝতে চায় না তৃষ্ণায় ক্লান্ত হয়ে ঘুমায় মন তার জন্য !
বাস্তব সত্য কেউ না শুনে চুমু দিয়ে যায় বিবেক
মনের গহীনে লুকানো কথাগুলো ডুবে যায় পুবাকাশে
যার ভেজা হয় না কোনদিন শ্রাবণের শীতল জলে
সুখবৃষ্টি ঝড়ে না মনের পরম ঘরে চোখ ফেটে আসে
তারপরও আমি কাঁদি না; কাঁদি না ,তোমায় ভালবেসে ।।
যে কথা কেউ শুনে না, কেউ বুঝতে না চায় জল তরঙ্গে
বুকের পাঁজরে রাতের আকাশের চাঁদ খানি চেয়ে থাকে
ভোরের শিশিরের বিন্দু বিন্দু জল চোখের তাঁরায় হাসে
রৌদ্রদগ্ধ দুপুর আমি তরী ভিড়িয়েছি, একান্তে তার মত করে
একটা জীবন, একটাই তো ঐ চাঁদমুখ, কেন মৃত্যুতে নিষ্ফল ... ।
রাতের চোখে বৃষ্টি ঝড়ে, এখন্ও বালিশ ভিজে রোজ সকালে
বালিশ উল্টে ঘুমিয়ে থাকি খুনসুটির প্রেম আর বাস্তব যন্ত্রণায়
বর্ষন হোক চোখের কোণায় আগুন জ্বলুক বুকের খাঁচায়
কবিতার সুর ছন্দ আজ সুখ স্বপ্নের মত গুমরে গুমরে কাঁদে
সেই কুয়াশা ঘেরা রাত সেই আঁধার, আলিঙ্গনে আঁকড়ে ধরে ।
তোমার শূন্যস্থানে নিমন্ত্রন দিও রুক্ষতায় উষ্ণতায় শুষ্ক ছুয়ায়
কত বছর পরে ফিরে দেখি ভূলিনি তোমার উষ্ণ ঠোঁটের চুম্বন
আবার জন্ম নিও ভরা বর্ষায় স্নিগ্ধতায় ভেজা গুল্মলতার মত
আঙুল ছুঁয়ে দেখতে চাই ভোরের শিশির সিক্ত ঘাসের ডগার মত
সমুদ্রের অতল গভীরতার মতই তোমার গভীরে ডুবতে চাই আমি ।।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
গুলশান কিবরীয়া বলেছেন: Beautiful piece of writing . lovely poem . I truly become your fan .