নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
সততা কোথায় - বই পুস্তকে
মানবতা কোথায় - কাঠগড়ায়
ভালবাসা কোথায় - ক্রেডিট কার্ডে
বিবেক কোথায় - ঘুমের দেশে
বিচার কোথায় - ক্ষমতার কাছে
দেশ কোথায় - রসাতলে
পিতা মাতা কোথায় - বৃদ্ধা আশ্রমে
বউ কোথায় - পার্লারে
স্বামী কোথায় - নাইট ক্লাবে
গন তন্ত্র কোথায় - মুখে মুখে
বিশ্বাস কোথায় - হাড়িয়ে গেছে
ভরসা কোথায় - নিঃশ্বাসে
২| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১
অমিত অমি বলেছেন: ভালো বলছেন।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬
দরবেশমুসাফির বলেছেন: বিশ্বাস কোথায় - হাড়িয়ে গেছে
হাড়িয়ে গেল কেন?? ঠিকমত খাওয়া দাওয়া করান না বিশ্বাসকে?
৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন ।টাইপ সর্তক হতে হবে।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬
বিপরীত বাক বলেছেন: আপনি কোথায় - ব্লগে।।।।
এখানেই পোস্ট টার ব্যাখ্যা আছে।।।
৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আসলে যা দেখি সব তো আর মিথ্যা না তবে খুব ভাবতে হয় দেশ টা কে নিয়ে আজ মানুষ কিসের জন্য কি করছে ।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিনা জাহান প্রিয়া কোথায় - সামু ব্লগে ।
একটু ছন্দ মিলিয়ে লিখলে আরও ভাল হতো ।
আপনার জন্য শুভ কামনা ।