নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

আজব সেবা !!

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪



ব্যাংকার তেলের মাথায় তেল দেয়
রোদের দিনে ছাতা দেয়-বৃষ্টির দিনে কেড়ে নেয়
এ যেন মুখ চিনে গরম ভাতে আদর করে ঘি দেয় ।
এ আজব দুনিয়া- কখন যে কে কারে-কি দেয় ?
উপর ওলাই ভাল জানে ! আমরা করি কিছু তামসা ।
ঐ দেখ ডাক্তার- সেবার নামে কমিশনে ফ্রি পায় -
নগদ টাকা বউয়ের শাড়ী চুরি এসি ফ্রিজ টিভি
আর এক বার নাম হলে ! নাম বেঁচে করে কত কারবার
সকালে সরকারি চাকুরি !! বিকেলে চেম্বারে । সন্ধ্যায় ক্লিনিকে ,
যত রোগী ততই বাহারি পরীক্ষা তাঁরই সিলেক্ট করা ল্যাবে -
মায়নার চেয়ে কমিশন শত গুন বেশি সেবার নামে ! হয় ডাক্তার
উকিলের মামলা শেষ কভু হয় না ! থানা পুলিশ ম্যাজিস্ট্রেট তাঁর পর
জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট !তারিখে তারিখে বাদীর পকেট শেষ -
বাদীর ভিটে বাড়ি শেষ কিন্তু উকিলের এত দিনে রাজ প্রসাদ কিনা শেষ ।
এই আজব দুনিয়ে কত আজব কথার ফাঁদ !
লাইফ ইনসুরেন্স কত রকম ভেলকিবাজি ! আপনার টাকায় খায় রুই মাছের পেটি
জীবন থাকিতে দাম নাই ! মরে গেলে অন্য কেউ লাখপতি !
আর যদি কিস্তি যায় আঁটকে ! আপনার টাকা যাবে জলে ।
লাইফের কোন মুল্য নেই লাইফ থাকিতে তাদের কাছে ।
শিক্ষক আছে বেশ আরামে প্রাইভেট না পড়িলে নাম্ভার নাই খাতাতে
ঘণ্টায় ঘণ্টায় ছাত্র ছাত্রী পড়ায়- ব্যাস টু ব্যাস টাকা গুণে আরামে
সপ্তায় তিন দিন মাস গুণে বার দিনে । হায় শিক্ষক কেমন ব্যবসা করে !!
যে খানেই যাবেন কাউ কে না কাউকে পাবেন আপনাকে সেবা দিতে
কেউ সেবা দেয় মাইক লাগিয়ে ছবি তুলে !
নেতা যা করে দেশের জন্য তাদের কি আর দেশ মাতা ছারা আর কেউ আছে -
সফেদ পাঞ্জাবি , মুখ ভরা হাসি , যে খানে যাবে মিডিয়া তো থাকবেই
তারা যেন ভাব ধরে বাপের জমি বেঁচে আপনার সেবা করে ! আজব নেতা
আমাদের টাকায় সে কি সুন্দর গাড়ি বাড়ি নিয়ে দেশ বিশেষ ঘুরে !!
আজব সমাজ আজব দেশ আমাদের কিছুই নেই বলার শেষ ।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: উকিল ছাড়া চলে না কিন্তু অনেক উকিল সর্বনাশ করে ।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: হাঁ ঠিক

২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: নেতা যা করে দেশের জন্য তাদের কি আর দেশ মাতা ছারা আর কেউ আছে -
সফেদ পাঞ্জাবি , মুখ ভরা হাসি , যে খানে যাবে মিডিয়া তো থাকবেই
তারা যেন ভাব ধরে বাপের জমি বেঁচে আপনার সেবা করে ! আজব নেতা
আমাদের টাকায় সে কি সুন্দর গাড়ি বাড়ি নিয়ে দেশ বিশেষ ঘুরে !!


সুন্দর কথামালা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.