নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
-------------------------
উষ্ণতারা জ্বলে আর নিবে ; তবু আশার বসতি
এখনও বিশ্বাসের ভিতে এতটুকু চির ধরেনি
এখনও আমি নির্ঘুম চোখে অপলক তাকিয়ে ----
মন্ত্র মুগ্ধের মত শুনি তোমার পদধ্বনি
কষ্টটা রয়ে গেছে, অথবা রেখে দিয়েছি
চলে যায়নি,অথবা আমি বিদায় করতে পারিনি
কষ্টটা পুষে রেখেছি যতনে গোপনে অন্তরে
যেমন গোপনে ছিল এই ভালোবাসার সাধ।
আমার ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে পারে
যেমন ঝরে আকাশের মেঘ জল হয়ে ।
রাত্রি শেষের শুকতারার মত প্রতিক্ষায় থেকে-
সন্ধ্যা-মালতি শিশিরের জলে লুকায় চোখের জল।
তবু এ ভালোবাসার সাধ.........
জলধারী কত যমুনা-কাবেরী মরে তৃষ্ণায়
জলহীনা নয়ন এত জল কোথায় পায়!
জল জোস্নায় যে জীবন ভাসে
তাহারে কোথায় পাই ?
অসীম আকাশে অগণিত নক্ষত্র
জীবনই শুধু একাকি শুকতারা।
তবে যদি চাইতে একটু কষ্ট করে ঐ আকাশ পানে
দেখতে কত সহজ ভালবাসা রাত জেগে আছে।
তবে যদি আর এক কদম বাড়াতে
দেখতে কত সবুজ চেয়ে আছে তোমার পানে।
আর যদি একটি হেমন্তের ভোর দেখতে
ঘাসের বুকে শিশির হয়ে প্রেম রয়েছে জেগে
তোমার পদ যুগলের স্পর্শে।
সারাটি জীবন তবু ক্ষুদ্র মনে হয়?
এক মন,দুই চক্ষু-তবু
তাহারই তৃষ্ণা মেটানো দায়
জীবন নামের বহতা নদী বইছে আপন মনে
স্রোতের মাঝে সুখ খোঁজে কেউবা ক্ষণে ক্ষণে,
একটা জীবন সময় বড় অল্প ।
চাইবার থাকে অনেক কিছু পূরণ হয় সল্প
তবুও জীবন নদী ছোটে তার নিজ গন্তব্যে
উষ্ণতারা জ্বলে আর নিবে তবু আশার বসতি নিয়ে
বেরিয়ে যাই মাঝে মাঝে অন্ধকার ভেঙে রাস্তায়
নিদ্রাহীন আমি পথ হাটি
শিশিরে আমার মুখ ভাসে;
কে আমার উত্তরপ্রণেতা ?
তারে খুঁজি ফিরি আমি সরল দূর্বা ঘাসে ।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪৩
অবসকিউর আহসান জেনিথ বলেছেন: এইসময়ের জন্য কবিতাটা বেশ মনে ধরেছে। বেশ কয়েকবার পড়ে নিলাম।