নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

সাদা ভাতের গন্ধ পাই

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৪

ভাতের গন্ধে মানুষের স্বপ্ন হাসে
ভাতের গন্ধে মানুষ বিপ্লবী হয়
ভাতের গন্ধে মানুষ পুনরায় জেগে উঠে
ভাতের মর্ম ক্ষুধার্ত ওয়ালারাই বুঝে
ওরা কি বুঝবে!!
রক্ত খেতে খেতে ওরা ভাতের গন্ধ ভুলে গেছে
ওদের রক্তে ভাতের গন্ধ নাই । মানুষ পোড়ার গন্ধ পাই !!!
একজন পাগল চিৎকার করে বলে, দিনে রাতে সময় সময়
পৃথিবীর সব মায়া ছাড়তে পারি কিন্তু ভাত আমার চাই ই চাই
ভাতের গন্ধে যে মা গর্ভে রেখেছে আমি তখন থেকে ভাত চিনি
এই সাদা ভাতের মায়া আমি কি কখনো ছাড়তে পারি হে বঙ্গ ভুমি ?
এই ভাত আমাকে কাদায় এই ভাতই আমাকে হাসায়
ভাতের নেশা যে কত তীব্র পাগলেও তাই ভাত চিনে !!
ভাতের টনটনে পিঠে দাত বসিয়ে দিচ্ছে ক্ষুধার্ত চোয়াল,
পেষণে পেষণে চুর্ণ করতে মরিয়া ক্ষুধার্ত ভাতের কাঙ্গাল ?
কাঠফাটা মাঠের কঠিন খাটুনি শেষে দিনান্তে ভাতের সে কি সাধ,
ভাত দে মা ছেলে বলে ! মায়ের ক্ষুধা লুকায় ছেলের ভাত খাওয়া দেখে
বাবা এসে বলে কই রে মা ! ভাত তুলে দেয় মুখে ।
ভাতের কি গন্ধ ? কি মমতা ? ক্ষুধার্ত ছাড়া কে জানে ?
ক্ষুধার্ত পাগল একদিন চিৎকার করে বলে
মাগো কয়টা ভাত দে !! ভাতের ক্ষুধার কোনো ধর্ম নেই
ক্ষুধার্তের ধর্ম এক মুঠো ভাত । ভাত দে মা ভাত দে
তুই হ মা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্ঠান, আমি ক্ষুধার্ত মা
আমাকে ভাত দে ! আমি সাদা ভাতের গন্ধ পাই .......

.........।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: ভালো লিখেছেন আপু। শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.