নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
তুমি যে পথ দিয়ে হেঁটেছ সে পথেই
কম্পিত হয় স্বপ্নের এই কবিতার কথা ।
মনের মাঝে সে যে আবার পালায় আধারে
কিছু আশা মেলে কিছু পাশা খেলে কল্পনায় ।
লুকুচুরি খেলায় সখ্যতা ক্ষনে অভিমান
লাস্যময়ি আভায় ছুঁয়ে দেয় চিবুক আমার ।
বিশ্বাসের চুড়ায় দাড়িয়ে তোমাতে সঁপেছি
তোমাকেই খুঁজে ফিরি নিজের অস্তিত্ব সন্ধানে ।
মনের গভীর অরণ্যে এভাবেই লুকোচুরি খেলা
কুজন এসেছে চুপিসারে রাতের ভাষাসমুদয় হয়
আকাশে নক্ষত্রের নবজন্ম কিংবা প্রেমের উলুধ্বনি ,
দ্বিধার নিঃশ্বাস ইশারায় শতদল গুটিয়েছে পদ্মরাগ ।
কিছু শঙ্খচিল,কবিতার পান্ডুলিপি নিয়ে যায়
পদাতিকের পায়ের আওয়াজে কম্পিত হয় স্বপ্নে ।
শীতের নরম ওম ভরা ভোরে মনে পড়ে যায়
বহু দূরে বাঁজে একাকিনী বাঁশী এক সুরে ঐ,
হারানোর মাঝেই খুঁজে ফিরি আজ মায়ার বাঁধন ।
চাঁদের জ্যোৎস্না রাতে শুনি তার পায়ের শব্দ সুর
তীব্র তৃষ্ণায় কাতর হয়ে উঠে যায় মধ্যরাতে ঘুম ।
রাত্রির বিভ্রমে হারিয়ে ফেলেছে এই জীবনের খেই
অকালেই ঝরছে আমার বসন্ত দিনের সেই স্বপ্ন।
নৈঃশব্দ্যের হাওয়ায় হাওয়ায় আর কতোদিন
হিসেবের খাতা আরও কতকাল পড়ে রবে অবহেলায় ,
স্বপ্নের দিনলিপি শুধুই কি লিখে যাবো কবিতায়
ধুলোমলিন ডায়রির পাতায় কম্পিত এই কবিতার কথা ।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: নির্মল সুন্দর কাব্য
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
দ্বিধার নিঃশ্বাস ইশারায় শতদল গুটিয়েছে পদ্মরাগ ।
ভাল লাগলো।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
মোঃ ফয়েজুল্লাহ খান বলেছেন: খুবই ভাল লাগলো। তবে কথা গুলো গভীরতা অনেক বেশী।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৪
চাঁদগাজী বলেছেন:
"অকালেই ঝরছে আমার বসন্ত দিনের সেই স্বপ্ন। "
-সুন্দর পংক্তিগুলো শেষে দু:খ দিলো মনে