নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

পরশ ভুলায় মন

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

পরশ ভুলায় মন
-------------------------- সেলিনা জাহান প্রিয়া

একটুখানি কথার জন্য কেঁদে ফিরে মন
দূরে থেকেও হৃদয়ের কাঁদে সারাক্ষণ -
কল্পনার আনন্দে ভেসে থাকা অপেক্ষার মন ,
অফুরন্ত না বলা কথা যেন নকশী কাঁথার মাঠ ।
ভালবাসা হৃদয়ের মাঝে হৃদয়ের বাসা
হাতে রেখে হাত, চোখে রেখে চোখ,
হৃদয়ের অরন্যের অজানা এক সুখ
প্রেমের বাহুডোরে একটুখানি ছোঁয়া
ডুবে যেতে চায় মাতাল প্রেমের নেশায
শত ব্যাথার মাঝে সে এক প্রিয় আপনজন।
তোমার সাথে কথা না হলে যে কষ্ট হয় বুকে
ভালোবাসা না কি পাগালামি জানি না ?
তোমার একটু কথা পরশ ভুলায় মন !
তোমায় না দেখলে মনটা যেমন উদাস হয়ে ওঠে
সে কি ভালোবাসা নাকি আমি জানি না ?
অভিমানি মন যে উথাল পাথাল ঝড় বয়ে যায়
তোমার একটু কথায় ভালোবাসা শীতল হয়ে যায় ।
তোমায় খুঁজে ফিরি মনের কুটীরে আনমনে একাকী
তাকে কি ভালোবাসা বলে নাকি আমি বড্ড বে-খেয়ালি?
কি? জানি! ভাল বাসার কথায় কি যাদু কেঁদে ফিরে মন ,
কিছুতেই ভালোবাসার মানে বুঝতে পারি না তুমি ছাড়া ।
ভালোবাসা কেবলেই একটা অনুভুতির ছুয়া হৃদয়ে
যা চাইলেও পাওয়া যায় না, দু মন এক না হলে !!
না চাইতেও পাওয়া যায়! ভাল বাসা নয় তো এমন !
ভালোবাসার মানে যন্ত্রণায় অস্থির হয়ে যায় সুখ দেখার আশা
যেমন তুমি! যেমন আমি ! যেমন দূর দিগন্তে আকাশ মিতালী !!
আবার অনেকে ভালোবাসা না পেয়েও যন্ত্রণায় কাতরায়
ভালোবাসা কাঙাল কথার জন্য কেঁদে ফিরে মন
যেমন আমি!অপেক্ষায় দূরে থেকেও হৃদয়ের কাঁদে সারাক্ষণ
ভালোবাসার পথ চেয়ে থাকি !! মানে খুঁজে বেড়াই
শুধু তুমিই বোঝো না ! নাকি আমি ই বুঝি না !!
কিংবা বুঝেও না বোঝার ভান ধরে থাকে কেউ
একটুখানি কথার জন্য কেঁদে ফিরে মন
দূরে থেকেও হৃদয়ের কাঁদে সারাক্ষণ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


সরল প্রেমের কবিতা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.