নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
--------------------------
আমার হৃদয়, আমার অনুভূতি, আমার ভালবাসা ভাল লাগা
প্রথম বৈশাখের নিমন্ত্রন রইল বন্ধু চলে এসো
আমন্ত্রন পত্র পাঠিয়ে দিলাম চৈত্রের শেষ হলুদ খামে !!!
হালখাতা করবনা, দেনা-পাওনা যেমন আছে তেমন থাক।
যাকে যা দিয়েছ, সে থাক ঋন হয়ে বৈশাখের নিমন্ত্রনে
যতটুকু নিয়েছি, থাক না হয় কিছু দেনা পাওনা হয়ে ।
দেনা-পাওনা সব মিটিয়ে দিলে,ভালবাসা কি বুঝবে ?
লেন-দেন সব চুকে যাবে !সবাই তখন ভুলে যাবে।
দেনা-পাওনা সব থাক প্রেমের আজীবনের টালী খাতায়।
একদিন না হয় সময় করে সব বুঝে নিব সুদে আসলে ।
প্রথম বৈশাখের নিমন্ত্রন রইল বন্ধু বট তলার মেলাতে
আমন্ত্রন পত্র পাঠিয়ে দিলাম চৈত্রের শেষ হলুদ খামে
চলে এসো আমার বাড়ি খাওয়াব পানতা আর ইলিশ।
নব চেতনায় তোমাকে দিব এক রাশ নবস্বপ্ন
যদি থাকে টালি খাথায় পুরনো জীবন সরল ঋণ
সব পিছনে ফেলে চলে এসো নির্মল পরশ লাগিয়ে দিব
তোমার গাঁয় ভাসিয়ে দিব নব প্রাণের উচ্ছ্বাস।
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১১
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪২
ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কবিতা। ভাল লেগেছে।