![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
------------------ সেলিনা জাহান প্রিয়া
ধরা পড়ে গেছে তোমার চোখে ভাষায় আমার মন
আমি একশো বার নিশ্চিত হয়ে পড়েছি চোখের ভাষা
ধরা পড়ে গেছি তোমার চোখের মায়ার ঐ ফাঁদে।
নিজেকে হারিয়ে ফেলেছি ঐ চোখের গভীরে মাঝে
সত্যি বলছি, তোমার চোখে আমি আলো দেখিছি ,
যে আলো আমায় নিয়ে স্বপ্ন দেখায় হাতে হাত রেখে,
তোমার চোখের দিকে আমি তাকাতে পারি না লজ্জায় ,
চোখে চোখ রাখলেই আমার ভেতরে কি এক শিহরন হয়
অস্থিরতা শুরু হয় রক্তের অণুতে খেলা করে সমীরণ ।
মনে হয় আমি বুঝি ডুবে যাবো এখনিই শীতল জলের তরে
সত্যি বলছি তোমার চোখে হে অরন্য যাদু আছে লুকিয়ে ,
মনে হয় আমি নিঃস্ব হয়ে যাবো তোমার আখি পানে চেয়ে
একটু তাকালে কেন জানি হৃদয়ে কে সেঁতারা সুর বাজে
কি আলো ঝরে চোখ দুটি থেকে সেই আলোই আমার পাপ্য,
মনে হয় সে আলোয় তুমি দেখো ফেলো আমার মনের কথা ,
সব না বলা কথা পড়ে ফেল রোদের মত করে আমাকে ও !!
মনে আমায় কিনে নিচ্ছো বিনিময় ছাড়া তোমার জন্য
পৃথিবীতে আমি আরো বহু চোখের ওপর চোখ রেখেছি !
কখনও এমন মধুর ঝড় জলে ভাসি নি কোন দিন একাকী ।
কি নেশা চোখ দুটিতে, মায়া ঝরে আলো খেলে হৃদয়ে
একবার তাকোলে আরো তাকাতে ইচ্ছা করে চুপি সারে
চোখ কখনও এমন নেশার হতে পারে ভাবিনী যে আগে ।
ধারণাও ছিলো না চোখের ভাষায় মনের আয়না দেখা যায়
কি যে নেশা চোখের মাঝে চোখ রাখলেই মন বুঝা যায় ?
কি মায়া চোখের ছায়ায়,তারায় তারায় সে কি ভুলা যায় !
খুব ইচ্ছে করে চোখ দুটিতে রেখে আসি ঐ চোখের কাছে
যা যা আমার সব রেখে আসি ঐ চোখের তারার মাঝে ।
অরন্য সত্যি করে বলো তো তোমারও কি এমন হয়?
২| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!সুন্দর !!!
৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো। চোখ নিয়ে কাব্য।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
অগ্নি সারথি বলেছেন: সুন্দর !
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথম লাইনটা খুব সম্ভবত বোঝাতে চেয়েছেন;
ধরা পড়ে গেছে তোমার চোখের ভাষায় আমার মন
সুন্দর আরও লিখুন। শুভকামনা রইলো।