নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
নিষিদ্ধ কথা
--------------------- সেলিনা জাহান প্রিয়া
এই আমার রাষ্ট্র এখানেই আমি নিষিদ্ধ,
নিষিদ্ধ আমার কথা , লিখা , প্রচার
এমন ঘোষণা পদক্ষেপে জানালা বন্ধ
মানুষের তরে এক শুদ্ধি অভিযান
আলো নেই বার্তা পাঠাবার মুক্ত মনে ।।
দিনের শেষ ,রাতের শেষে আলো নেই রক্তে
স্বাধীনতা শুধু কিছু মানুষের বলা গল্প
রাজপথে কর্মব্যস্ততা রাজ রক্ষীদের
পানির দামে কিনে নেয় জীবন বুলেটে
তবুও মৃত্যুর ভয় নেই কিছু কলমের ।।
চারিদিকে এত ভয় ছড়িয়ে শিকারি
শিকার করে তার মত জলে জাল ফেলে
তোষামোদে সবাই আপন পুঁজি করে
প্রতারক চিনে না তীর্থস্থান জন্ম ভুমি
ছোট নাবাব কি বুঝে না রাজনীতি !!
অশুভ কালোছায়া ছেঁকে ধরে আষ্টেপৃষ্ঠে;
রাষ্ট্রের আকাশের নীল ফেরে রক্ত ঝরে
কেউ পালাবে টিকেট কিনা আছে স্বর্গের
কঠিন মূল্য দিতে যার দেশ প্রেম মাটির সাথে
অসীম শূন্যতা পূণ্য আসে ভুমিকম্পন হয়ে !!
কৃষক কাঁদে পতিত জমির বুকে রক্তের ছায়া
শ্রমিকের ঘায়ে ঝরে পড়ে রক্তের জল ধরা
আকাশ বিদীর্ণ করে ওঠে হাহাকার- শান্তির
রাষ্ট্র এবার শাসকের হাতের ছেলের মোয়া
জনতার গর্জনে মূলা ঝুলে নেতার টাকায় !
জনতা বদলায়, বদলে যায় সিংহাসন
শাসক বদলায় কিন্তু চরিত্র আগের মতন
বদলের ডাক শুনে ভয়ে কাঁপে বিশ্বাস
সত্যের বাণী বয়ে যায় রক্তের স্রোতে;
বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে কেউ কাঁদে !
ঈশ্বর! জাতিতে জাতি দু খণ্ডিত অভিন্ন ভাষায়
কোথায় আমার সেই ঈশ্বর! রক্ষা কর তুমি
আমি চাইনা দেখিতে আদিমতা রক্তের হুলি
আমি লিখতে চাই, তবুও একটি বারের জন্য
ক্ষমা করে দাও হে ঈশ্বর। হে ঈশ্বর !!
২| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন প্রিয়া আপু।
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
কিরমানী লিটন বলেছেন: চোখের সামনে হাত রাখলে , সমস্ত আকাশ অদৃশ্য হয়ে যায়,তাই বলে আকাশ নেই এই বিশ্বাস যারা করে তারা আসলেই বিবেক প্রতিবন্ধি.. কবিতায় প্লাস ++
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
মাধব বলেছেন: কবিতায় কবির ভাব প্রকাশ ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
দ্যা আহমেদ মামুন বলেছেন:
https://www.filterbypass.me/
https://www.proxysite.com/
https://kproxy.com/
http://www.proxy-service.de/
http://unblock-proxy.com/