নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

কী আশ্চর্য তবু প্রেম

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১১


--------------------------

কী আশ্চর্য কখনোই তুমি বলনি ভালবাস আমাকে
তবূও আশ্চর্য ভালবেসেছি দু জনেই দু জনকে !
আশ্চর্য আমিও তো ভালবেসেছি তোমাকে
আশ্চর্য হই কেউ কাউকে বলেনি ভালবাসি কখনো ।

কী আশ্চর্য খুব যে কাছে কাছে ছিলাম তাও কিন্তু না !!
কিছুটা কি চেনা জানা ছিল তাও মনে নেই
দেখা হত মাঝে মাঝে চোখের পলক যতটুকু
কিছুই বলা হত না, ভাল মন্দ বা কেমন আছ !!

কি আশ্চর্য হই ঠিক মনে নেই কে প্রথম বলেছিল কথা !!
আমি মনে হয় না , তুমিও তো কথা বলার মানুষ না
তবে হয়ত,কিছু নিয়ে হয়েছিল কথা ঠিক মনে নেই
প্রেম বা ভালবাসা হবার মত কোন কারন ছিল না ।

কি আশ্চর্য বৃষ্টি দিন ছাতাটা উড়ে গিয়ে ছিল বাতাসে !!
হাঁটু জল ধানের জমি তার পর আরো কিছুটা দূরে
দেখার পরেও না দেখার ভান করে চলে গেলে পাশ দিয়ে
আশ্চর্য হলাম তোমার পরে যাওয়া দেখে ! আমি হেসে ছিলাম ।

কি আশ্চর্য তার পরে তুমিও হাসতে !আমিও হাসতাম ক্ষণিক
চোখের পলক ধীরে ধীরে সে হাসির আলো হটাৎ মনে মনে
তার পরের বৃষ্টিটা এক সাথে একেই ছাতার নিচে হাটি হাটি পা পা
কি আশ্চর্য তার পরেও অনেক দিন বলা হল না ভালবাসি তোমাকে ।

কী আশ্চর্য যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য ,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় তোমার ভাল লাগার জন্য
শুধু তুমি দেখবে বলে রেশমি চুড়ি পড়ে সাজতে হয় মেহেদি হাতে
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার, নয় ভালবাসা ।

কী আশ্চর্য প্রেম হলে আমার যা কিছু তোমাকে নিয়ে ভাবনা
যা কিছু আমার ,যা কিছুই যতনে রেখছি, যা কল্পনার বাসরে
তুমি ভালবাসবে বা আমি ভালবাসব এক আশ্চর্য অনুভবে
কী আশ্চর্য কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়! বলত দেখি !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

অগ্নি সারথি বলেছেন: ভালবাসা কবিতা ভাল লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.