নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

দূর্নিবার আকাঙ্ক্ষা

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬


--------------- সেলিনা জাহান প্রিয়া

তোমার কথার মাঝে হৃদয়ের সরলতা ছবি আঁকে
তাই তোমার মাঝে আমার ব্যাকুলতা খেলে যায়
আমি ঘর বাঁধি হৃদয় বন্ধনে মনের দুয়ারে প্রদীপ জ্বেলে
আমি তো জ্যোৎস্নাতে শুনি কৃষ্ণার সুর তোমায় ভেবে।
জ্যোৎস্নার ঘাটে একা রাধার হৃদয় ব্যাকুল
কৃষ্ণ সাতার কেটে যায় রাধার হৃদয় জলে ।
মান অভিমান ক্ষনে ক্ষনে কোমরে বেঁধে চলে
এই হৃদয়ে ক্ষণিক যাতনা তোমার প্রেমে মরে ।
ছন্নছাড়া অনুভবে তোমার মনে নিশুতি আঁধার
আমি আলো স্বপ্ন ছন্দে কথোপকথনে তোমার ।
বাঁধব ঘর মনের জমিনে কত স্বপ্ন দেখি এ মনে
সহিতে পারি না যে রাগ, অনুরাগ মনের খেলা ।
ইচ্ছা করে এখনই ঘর বাঁধি যমুনার উজান চরে
স্বপ্ন খেয়াল আমি তোমার মুক্ত আকাশ নীলে নীলে
ভালোবেসে হব তোমার রাত জাগা গাঢ় নিঃশ্বাস
উড়বি তুমি নীল আকাশে আমার ভালোবাসার বিশ্বাসে।
তুমি তো বুঝিস না ভালোবাসার রাগ অনুরাগ ছুয়া
যদি বুঝতি তুমি তবে থাকতো কৃষ্ণের মত সুর তুলে
তুমি যে আমার জীবন মরণ আর জীবনের শিহরন।
তোমার বুকে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করে রাত জেগে
নিস্তব্দ রাতে কত না স্বপ্ন ঝরে যাবে চোখে চোখে
জীবনে গোপন করেছি হৃদয়ের চাওয়া ব্যকুলতা
শুনাতে পারি নাই তোমার কাছে ভালোবাসা সেই কথা !!
হৃদয় মাঝে তোমার পদধ্বনি শুনতে ব্যাকুল আমি
আমি তোমার, স্বপ্ন নয় আমি আছি, থাকব তোর সাথে
স্বপ্নগুলো সত্য গভীর নিশীথে তোমার সুরে রাধা আসে
মাঝ রাতে ঘুম ভেঙ্গে তোমার জলের ঘাটে মন নাচে
অসময় অবেলায় জলেতে স্বপ্ন বুনে যাই ভালবাসে ।
ছন্নছাড়া আমার মন তোমাকে খুঁজে সারাক্ষন
আমি তো করেছি গোপন মনের কথা না বলে ক্ষণ ।
আমার সম্বল, তাই হৃদয় আজ তোর জন্য নিঃসম্বল
আমাকে করেছে তোমার সরল কথায় চির হরণ,
চঞ্চল স্মৃতিগুলো নির্ভীক জাগ্রত কৃষ্ণের রাত জাগা সুরে
আমি সর্বগ্রাসী প্রেম তোমাকে ঘিরে আমার জিঘাংসা
ভালোবাসা পাবার জন্য রাধা আমি তাই যত লিপ্সা !!
এ যেন ইচ্ছা করে এখনই ঘর বাঁধি ভালোবাসা অবিনশ্বর,
আমি তো অনন্যোপায় দূর্নিবার আকাঙ্ক্ষায় নৃত্য করি
জীবনের পথ পাড়ি দেব তোমার হাত ধরে নক্ষত্রের পথে ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: অফুরন্ত ভালবাসা, সদা বহমান নদীর জলের মত বেঁচে থাকুক চিরকাল।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: দুর্দান্ত প্রকাশ- মুগ্ধ ভালোলাগা...

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
বেশ লিখেছেন।

ধন্যবাদ।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮

উল্টা দূরবীন বলেছেন: জাস্ট মুগ্ধ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.