![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
----------------------- সেলিনা জাহান প্রিয়া
জ্বলবে প্রদীপ, শেষ বিকেলে এক পৃথিবী আঁধার
ডানায় ভর উড়ে যাবে আলো ছায়া ঘেরা পথে
উড়ন্ত ধূলি, শিশিরের জল সাদা কালো মনে
শুধু একটা বালিকা গেঁথে যায় বকুলের মালা
অজানা আবেশ ধীরে মৃদু ফুল সমীরনে হাসে
ঘাস বিছানায় ঘুমন্ত আমার আলো ছায়া মন
তোমাকে স্নাত করবার মিথ্যে অভিমান এখন
বিকেলের সোনা রোদ মাতোয়ারা পায়ে পা বাড়িয়ে
বিকেলের আলো ছায়া আমি নিশ্চুপ দাঁড়িয়ে !!
আমার পৃথিবীতে শুধুই আলো ছায়ার খেলা
সবুজ ছায়ার কিছুটা আলো চারপাশে,কিন্তু
আমি আমার দুচোখে দেখি শুধু তোমার স্বপ্ন ।
বিদায় জানিয়েছি জীবনের চাওয়া গুলো কে
আমার কাছে দিবা-রাত্রি আলো ছায়া খেলা করে
দু হাত হাতরে আলো ছোয়ার স্বপ্ন দেখে যাই
সেই সাথে কিছুটা ছায়া আমায় পরশ ভুলায়
আমি শুধু আলো ছায়ার রং দেখি সেই রং
অনেক রং আমি দেখেছি ঝরে যায় স্বার্থের নীলে
আমার দু-চোখ আলোয় দেখে ছায়ার সাথে সাথে
আমি আমার দুচোখ এর আলোয় দেখেছি পৃথিবী
দেখেছি ভোর হওয়া ,দেখেছি শিশির কনা,
ছায়ার মতা ই আমি তাঁর সথে সন্ধি করেছি,
আজ আমি আলো ছায়ার মাঝে তোমাকে খুঁজি
এর মাঝেই দেখি আমি অন্ধকারের ছায়া তোমাকে -
তাই তোঁ জ্বলবে প্রদীপ, শেষ বিকেলে আলো ছায়া হয়ে ।।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
জুন বলেছেন: আমি শুধু আলো ছায়ার রং দেখি সেই রং
অনেক রং আমি দেখেছি ঝরে যায় স্বার্থের নীলে
চমৎকার কবিতা, অসাধারন।
+
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগার কবিতা.।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
নীলসাধু বলেছেন: সুন্দর।
শুভেচ্ছা রইল কবির প্রতি।
ভাল থাকবেন।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন !
যতি চিহ্ন ব্যবহারে কার্পণ্য পরিলক্ষিত হয়েছে ।
প্যারা করে লিখলে দৃষ্টি নন্দন হতো ।
চালিয়ে যান ,ভাল করবেন
শুভ কামনা ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮
উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ