নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

রাজ পুত্রের প্রেম

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৭

---------------------------
অতঃপর ঘুম আসে নাই রাত আমাকে আপন করেছে
কোন অচেনা রাজ বাড়ির পরিত্যক্ত ঘরে বন্দী নর্তকী
একটা জানালা রাতের চাঁদ আর নদীর জলে জোস্নার ঢেউ ।
নর্তকীর প্রেমে রাজ পুত্র দেশান্তর, নর্তকী আছে কি প্রেমের মন ?
প্রেমের নোঙর ঘাট চিনে না ! নর্তকীর নাচ রাজপুত্রের মন বুঝে না
রাতের চাঁদ দক্ষিনের আকাশের তারাগুলোও নর্তকীর আখি জল দেখে ।
সোনার মহরে যে নারীর পায়ে ঘুঙরু লেহেঙ্গায় যার নাচের ঢেউ
সাদা মেঘের আড়ালে যে কালো মেঘ ঝড় তুলে নর্তকীর তাতে কি !!
ভেঙ্গে যাবে রাজ প্রাসাদ তবুও মুখোমুখি হতে হবে প্রেমের মহল
কেউ যেন খুঁজে না পায় আর পরিত্যক্ত ঘরে বন্দী নর্তকী ।
কাউকে ভালোবেসেছিল এক নারী আকাশের আধখানা চাঁদ সে
স্বচ্ছ দিগন্তের দৃষ্টিতে মানুষ মানুষ ভেবে ছিল ভাবিনী নর্তকী ।
নদীর জলরাশিতে, সফেদ ডানায়, রাজ পুত্র খুঁজে পায় বন্দী কে
যে পায়ে ঘুঙ্গুর ছিল আজ সে পায়ে লোহার শিকল বন্দিনীর
সীমা রেখা হিসেব নিকেশ জাত পাত ভেঙ্গে প্রেম বিদ্রোহী ।
পিতা পুত্র রাজ নর্তকী কে কার প্রেমে হবে রক্তের বলি
রাজ পুত্র জীবন না রেখেই মৃত্যু স্বাদ নেয় পিতার হাতে
প্রেম ডুবে যায় বিস্তৃত সমুদ্রে লোনা জলে , কেউ জানেনি,
কেউ মনে রাখেনি, কারো চোখের কোণে অশ্রু জমা হয়নি,
কেউ সত্যিকারের প্রেমের মুল্য এভাবেই চুকিয়ে দেয় হয়ত
নর্তকীর অন্তর্ধান হয়, ভালোবাসা এভাবেই হয় পরাজিত,
মান সম্মান জাত অভিজাত ধন সম্পদের অহমিকায় যুগে যুগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.