নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

পরদেশি ভালবাসার অপেক্ষা

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০


-----------------------------------

প্রেমের কিছু সূত্র গাঁথা ছিল নকশী কাঁথার ভাজে ভাজে
কত রাত, কত দিন, কত আবিরে সেই রঙ্গিন সুই সুতায় বুনা !
কত স্বপ্ন দেখছে বুননের সারিতে সারিতে নকশী করে কাঁথা
বর্ষার বৃষ্টি ঝরে ঝরে পরে নকশীর ভাজে ভাজে আবিরে
এক সময় প্রেমের নকশী কাঁথা শেষ হয় ভালবাসার ছুঁয়াতে ।
সুললিত নীরব হাত ছানির টানে মহুয়ার বনে প্রেমের পরশে
চেয়ে থাকে লাজুক রমণী নাগর তাঁর আসবে পুকুরে পথ ধরে !
নগ্ন চাঁদ সোনালি নির্জনতায় মনের কথা ছড়ায় রমণীর বুকে
আকাশের নীচে বুকময় নিঃসারে শুধু অপেক্ষা করে রাত জেগে !
শীতের বার্তা নিয়ে কাশ বন ঝরে পরে সবুজের ফসলের মাঠে
ভিজে যায় সবুজ মাঠ রূপোগলা আলো মেখে শিশির ফেলে ।
জোনাকি সন্ধ্যা ঝি ঝি শব্দ দূরে ডাহুকের ডাক কানে আসে ভেসে
যেখানে ঘন রাতে জিনপরী নেমে আসে গোপনে মনের কুটীরে ।
অলেখা নিয়ম মেনে প্রেমের সুধা মেখে চেয়ে থাকে রমণী তাঁর ঘরে
নকশীর জমিনে কত প্রেম সুর গান করে মনে চেয়ে দেখে বারং বার !
আকাশ, রূপোঝুরি আলো, পরিব্যাপ্ত মাঠ, মননে রমণীর স্বপ্ন হাসে
হঠাত ডেকে ওঠা রাতচর পাখির অস্তিত্ব চিৎকারে প্রেমের হৃদয়ে
কাঁচা ঘরে কেরোসিনের কুপি জেলে রমণী স্বপ্ন দেখে নাগর আসবে !!
নাগর তাঁর কানের দুল আলতা চুরি ফিতা আর নুপুর নিয়ে
পাশ পারের শাড়ী আর বাসনা সাবান আলতা নিয়ে আসবে
নকশী কাঁথায় তাকে ঘুম পারিয়ে চুলে হাত ভুলাবে রাত জেগে জেগে
রেশমি চুড়ির কিছু শব্দ মাঝে তাঁর নাগরের ঘুম নিয়ে খেলবে ।
চেতনায় বাস্পী হয় গ্রামের রমণীর কত গুনগুন গানের সেই সুর
অন্য কোনো দেশে তাঁর নাগর তখন হয়ত তাকে ভাবে কাজের ফাকে
শীতল গন্ধ মাখা ঠোটে এসে প্রেমের স্বপ্ন ছুঁয়ে যায় কত স্বপ্নের মাঝে
নিতান্ত গ্রামের সেই মানুষীর বুকে কত নকশী কাঁথা হয় শুধু ভেবে ভেবে
সানে বাঁধা পুকুরে রমণী ডুব দিয়ে পিছন ফিরে দেখে
নাগর তাঁর বহু দিন পর নোঙর কারেছে তাঁর ঘাটে
ভেজা কাপরে লাজুক রমণী রুপ লোকায় লাজুক আঁচলে
নাগর তাঁর প্রেমের নয়নে ভালবাসার মুগ্ধতায় হাসে ।।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রেমের কিছু সূত্র গাঁথা ছিল নকশী কাঁথার ভাজে ভাজে
কত রাত, কত দিন, কত আবিরে সেই রঙ্গিন সুই সুতায় বুনা !

নগ্ন চাঁদ সোনালি নির্জনতায় মনের কথা ছড়ায় রমণীর বুকে
আকাশের নীচে বুকময় নিঃসারে শুধু অপেক্ষা করে রাত জেগে !

নকশীর জমিনে কত প্রেম সুর গান করে মনে চেয়ে দেখে বারং বার !
আকাশ, রূপোঝুরি আলো, পরিব্যাপ্ত মাঠ, মননে রমণীর স্বপ্ন হাসে
হঠাত ডেকে ওঠা রাতচর পাখির অস্তিত্ব চিৎকারে প্রেমের হৃদয়ে
কাঁচা ঘরে কেরোসিনের কুপি জেলে রমণী স্বপ্ন দেখে নাগর আসবে !!

এই লাইনগুলো খুব খুব ভাল লাগছে।
সুন্দর কবিতা +++

শুভকামনা রইলো।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা , শুভকামনা রইল ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

জনম দাসী বলেছেন: নাগর আসবে... নাগর তার কানের দুল, আলতা,চুড়ি, ফিতা আর নুপুর...... সুন্দর কথামালা। এই কবিতায় তবুও তো নাগর এসেছে, আহা; জীবন কেন কবিতার মত নয়; তবে কি জীবনের চেয়েও কবিতার মূল্য অধিক!

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর কবিতা , ভালো লেগেছে ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: সবাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.