নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
----------------------
অরন্য আমাকে একটা চিঠি লিখতে বলেছিলে তুমি
জীবনের কথা গুলো তুমি শুনতে চেয়ে ছিলে ।
আমিও ভেবেছি অনেক দিন একটা চিঠি লিখব
একটা চিঠি লিখে, জীবনের না বলা কথা লিখে দিব
অন্তত তোমার জন্য লিখব আমার না বলা কথা ।।
কিন্তু যখনই শুনি তুমি অন্ধকারে নিজেকে লুকিয়েছ
তোমার ঘর নেই চাল নেই, চুলা নেই, তুমি যাযাবর
তখন কোন আশায় তোমায় নিয়ে লিখব একটা চিঠি ।
আমি মধ্যবিত্ত ঘরের পিতার আদরের বুকের কষ্ট
হয়তো আদুরে মেয়েটি পিতার জন্য রাজ কন্যা তুল্য
ঘরের বাইরে মেয়েটি পিতার জন্য একটা ছোট স্বপ্ন
তুলে দিবে এমন কাউকে মেয়েটি যেন থাকে আদরে ।
তুমি অরন্য এখন মহল্লার শ্রেষ্ঠ উঠতি রংবাজ
মিটিং মিছিল স্লোগান রাস্তায় তোমার অনেক দাম
গুম-খুন জ্বালাও পোড়াও রাজনীতিতে দরকার
আমি তোমাকে তাই দেখি! তুমি বিক্রি হওয়া
আধুনিক যুগের নতুন এক ক্রিতদাস ।
মায়ের চোখের কান্না তুমি বাবার চোখে ভয় ।।
একটি চিঠি লিখতে চাই তাজা রক্ত দিয়ে
অরন্য তুমি ফিরে এসো নতুন কবিতা হয়ে
আমার জীবনে...........
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩
মাকড়সাঁ বলেছেন: ভাল লাগলো। বেশ সুন্দর হয়েছে ॥
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
মাধব বলেছেন: সেরকম মিলে যাওয়া একটা কবিতা যা মাধবকে অনেক কথা মনে করিয়ে দেয়।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক সুন্দর লিখেছেন, আপনার অন্য কবিতা গুলোর চেয়ে একদম ভিন্ন ধারার। অসাধারণ। মুগ্ধতা রেখে গেলাম।