নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
--------------------------
স্বাগতিক হয়ে এলে প্রেয়সীর কাজল টানা চোখের আবিরে
সন্ধ্যা যখন আকর্ষণ করে যায় দোদুল্যমান প্রেম চিত্তের তরে
আমার অভ্যর্থনা এক মুহূর্তে হয়ে যায় এক সংশপ্তক চোখ
জানাতে চাই টইটম্বুর জলে ভেজা পাঁপড়িগুলো মুছে কাজল
নিজস্ব মহাকর্ষ ক্ষমতা শরীরের উপস্থিতি গৌণ হয়ে ওঠে
গভীর শীতকাল যেমন পৃথিবী জুড়ে নেমে আসে তুষার
রঙিন স্বপ্ন প্রেমিকের মন শীতল নীল রঙে চাদরে ঘুমায় ।
কথা ভিজিয়ে যায় নিঃশব্দে দেহ মন অকাতরে নামহীন
কোন কৃষ্ণচূড়ার ডালে ডালে জ্বলে ফাগুনের আগুন ।
লালের দৃশ্য সৌরভে মৌতাতে শোনা যায় ভ্রমরের গুনগুন
তোমার কাননে বসন্তের হাওয়ায় দখিনা বাতাসের সুর !
স্বাগতিক তুমি কেমন আছো এটা জানতে ইচ্ছে করে এখন
কিন্তু জিজ্ঞেস করতেও বড় ভয় পাই সময়ের ব্যবধানে
তোমার ডাগর চোখের ঐ অথৈ সাগর থেকে কত জল ঝরে
সূর্যাস্ত আমাদের দেখা হয় নেই সময়ের হিসাবে বেলা যায় ।
বাড়ির পাশের চর পরা নদীতে তোমার নাম বালিতে লিখা,
কিশোর বয়সে অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল তোমার ছবি আঁকা
হঠাৎ কেউ যদি দেখে ফেললে অতিশয় ভয় চারিদিকে অন্তহীন
এতোদিন আমাদের পায়ে পায়ে লিপিবদ্ধ হয়েছিল যে পথ-
সেই পথও শিখায়'নি গন্তব্যের রহস্য অজানা ই থেকে যায়
তাই কাছাকাছি এসেও ধরতে পারিনি একে অপরের হাত
ঐকিক নিয়মের এক কঠিন যোগ বিয়োগ ভাগ গুণে হেরেছিলাম
কথাটা সবাই বিশ্বাস করতো, কেবল তুমি ছাড়া!
আমি অংকে প্রেম দেখিনি ভয় দেখিছি। তাই সব অঙ্ক হয়েছে ভুল ।
স্বাগতিক সন্ধ্যা যখন তুমি এলে বিদ্যুৎ খেলে গেল মনের আঙিনায়
ভুল করা অঙ্ক গুলো সেদিন সব ঠিক ছিল। তুমি ছিলে সম্পূর্ণ ভুল ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
মোঃ হৃদয় শেখ বলেছেন: খুব সুন্দর চমৎকার
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা চমতকার লেগেছে ।
কিন্তু স্তবক আকারে দিলে পড়তে আরাম হয় ।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
নুরএমডিচৌধূরী বলেছেন: ঐকিক নিয়মের এক কঠিন যোগ বিয়োগ ভাগ গুণে হেরেছিলা
+++
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
তুষার কাব্য বলেছেন: স্বাগতিক সন্ধ্যা যখন তুমি এলে বিদ্যুৎ খেলে গেল মনের আঙিনায়
ভুল করা অঙ্ক গুলো সেদিন সব ঠিক ছিল। তুমি ছিলে সম্পূর্ণ ভুল ।
শেষ টা বেশি সুন্দর ।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
কল্লোল পথিক বলেছেন: বাহ!বাহ! চমৎকার হয়েছে।