নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস কোথায় ?

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯


------------- সেলিনা জাহান প্রিয়া

বিশ্বাস কোথায় হারালো? কোন খানে?
দীর্ঘ আকাল যায়, চোখেই পড়ে না বিশ্বাস !
বিশ্বাস কোথায় হারালো? সব বিশ্বাস?
তরুণদের বিশ্বাস এখন পারি দিবে বিদেশ
ওদের ছুঁয়েছে সুখ সকল উপারের বিশ্বাস
বিশ্বাস শেখে নাই কিছুই! যুদ্ধ যে দেখে নাই ।
বিশ্বাস হারালো কোথায়? কোন খানে?
বিশ্বাস দীর্ঘ আকালে পড়েছে,
চোখেই পড়ে না এখন বিশ্বাস!
হারালো কোথায় বিশ্বাস? ভেবে দেখ একবার?
বিশ্বাস সকলে খুঁজে !! বিশ্বাস রাখার জায়গা কোথায়?
ভুল বিশ্বাস ওদের ছুঁয়েছে ! করেছে পরশ্রীকাতর ।
বিশ্বাসকিছুই করে না! অগ্রজরা পেল কি বিশ্বাসে ?
বিশ্বাস কোথায় ? বিদ্যায়? নাকি ব্যাংকের লকারে !
বিশ্বাস করে তরুণ ভাসে সাগরে !তরণী বিক্রি হয় ঘাটে
বিশ্বাসে দীর্ঘ আকাল যায়, চোখে কেন পড়ে না বিশ্বাস?
এ কোন বিশ্বাসে ঘর ছারে যুগল প্রেমিক রাতের আধারে !
বিশ্বাসে কি মিলে ? খোদা ঈশ্বর ভগবান নিয়ে রক্তের হুলি খেলে
সকলে যুদ্ধে গেছে ধর্ম কর্ম প্রেম আর সম্পদের লালসায়
বিশ্বাস তাঁদের সম্পদে অলিক সুখ খুঁজে
বিশ্বাস ওদের যে কত ভুল !! ওরা কি তা জানে ।
বিশ্বাস তবু ওরা করে না গোপনে ফন্ধি ফেরি !
গর্বিত সৈনিক বিশ্বাস কোথায় হারালো?সমাধি ?
বিশ্বাস গোরস্থানেও মরার পরে লাশ নাই !!
সমাধিরা হয়ে গেছে বিশ্বাসের ফুল সকলেই –
কিন্তু রাতের অধারে আমি শুনি কোন বিশ্বাসের ডাক
মেঘ পালাবে আলো আসবেই ঘরে ঘরে
সময় থাকতে একটু বিশ্বাস কর নিজেকে
না হয় একদিন ভুল বিশ্বাসে মজা দেখবে..................।।।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *বিশ্বাসকে খুঁজে আনতেই হবে,হারাতে দিলে চলবে না । র্সবাত্মক চেষ্টায় বিশ্বাসকে ফিরিয়ে আনতেই হবে । দরকার হলে নতুন বিশ্বাসের আবাদ করতে হবে ।*

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৬

উল্টা দূরবীন বলেছেন: ভালো লিখেছেন।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

কল্লোল পথিক বলেছেন: খাসা হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.