![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
------------------------------------------
আমি দেখি রক্ত মাখা জামা মুক্তির মিছিলে
সেই কালরাত্রির বিভীষিকাময় প্রহরে পিতা ।
নিভে গিয়েছিলো শহরের সবটুকু আলোর পথ
জলপাই রঙ আর খাকি পোশাক কিছু গুপ্তচর
রাইফেল মেশিন গান ট্যাঙ্কের গর্জনে কাঁপছে পথ
শঙ্কিত, দিশেহারা নগরবাসীর উৎকন্ঠিত রাত,
মেশিনগান আর কামানের গোলার আঘাতে
ক্ষতবিক্ষত হয়েছিলো আমার প্রিয় নগরের বুক
জল্লাদের হুংকারে বাতাসে পোড়া মাংসের গন্ধ,
বুলেটে বুলেটে লাশের স্তূপ চিৎকার যেন কারবালার ।
বন্যার মত চার পাশ থেকে নেমে আসে রক্তের ধারা
পিচঢালা পথে রক্তের লাল রেখা টেনে দিয়েছে হায়েনা
মৃত্যুপুরীর নিরবতায় চেনা শহর জনপদ থমকে গেছে ।
পিতা পুত্রের মৃতদেহ কাফনে মোড়ানো হয়নি সে দিন ,
চিতায় হয়নি কোন মুখাগ্নি প্রিয় মানুষের হাতে,
শকুনে ছিড়ে খুবলে তুলে নিয়েছে চোখের কত নারী
বাকরুদ্ধ জননীর অশ্রুশূণ্য বিস্ফোরিত চোখ যমুনা নদী
বাঁচার আশায় স্বপ্ন ভাঙার আর্তনাদ বুকের গভীরে আগুন ।
নিস্তব্ধ আঁধারে পশ্চিমা হায়েনাদের অট্টহাসি লাশের উপর
মৃত্যু আর ধ্বংসস্তূপের মধ্য থেকে উৎসবে মেতে ওঠে হায়েনা,
হে আমার উত্তরসূরীরা- তোমরা জেনে রেখো বাংলাদেশ
ত্রিশ লক্ষ প্রাণের ত্যাগের ইতিহাসের উপর দাঁড়িয়ে এ স্বাধীনতা
রক্তের অণু পরমাণু লেখা নাম সোনার বাংলাদেশ
হে আমার সংগ্রামী নবপ্রজন্ম যুদ্ধ এখনো হয়নি শেষ !
এ দেশ তোমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে বিজয় গাঁথা
এ পতাকা রক্ষার ভার কেবল তোমাদেরই জন্ম জন্মান্তর ।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
ধমনী বলেছেন: বাকরুদ্ধ জননীর অশ্রুশূণ্য বিস্ফোরিত চোখ যমুনা নদী
বাঁচার আশায় স্বপ্ন ভাঙার আর্তনাদ বুকের গভীরে আগুন ।
দারুণ।