নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

শূন্য থেকেই প্রেম

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

আমি ভালোবাসা দিয়েছি পূর্বের ইতিহাস না জেনে ,
হৃদয়ের পূর্বের ইতিহাস সব সময় পূর্ব পশ্চিম বরাবর ,
মানব জন্ম থেকেই শূন্য, যেমন শূন্য থেকেই সৃষ্টি,
ভালবাসা সৃষ্টির শূন্যের বহু পূর্বে ঈশ্বরের চিন্তায় ।।
ঝকমক আলোকিত আলোয় শূন্যের প্রেম বেমানান
জীবনে প্রেমের প্রত্যেক বাঁকে বাঁকে শূন্য আর শূন্যতা
প্রেমে প্রতীক্ষা আছে শূন্য সেই আঁধারে লুকানো জগতে
আমি পূর্ব থেকে আগতো ইতিহাস জানি চিরদিন সংগ্রাম !
আধারের এ-পথ শূন্য, জীবন শূন্য, আলোর জন্য জীবন
বিশ্বাস থাকবে শূন্য থেকেই প্রেম আর প্রেমের জন্য সৃষ্টি,
কেউ প্রেমের মর্ম লালসায় দেখে, স্বার্থ খুঁজে প্রেমের ঘরে,
তারা তো প্রেম বলতে মাটির শরীরে মাটি মাখে লেপটে
শরীর তো প্রেমের হিমালয় না! এটা অগ্নি গিরি আগ্নি পাত
প্রেম তুমি কর শূন্য থেকে ক্রমিক অনুসারে! সৃষ্টি কি পরে?
তোমার চোখে মরুভূমি, পাহার, নদী, সাগর বরফ, আকাশ !
চেয়ে দেখ ঈশ্বরের প্রেম কত সবুজ ফুল পাখি জন্মে জন্মান্তরে
প্রেমহীন শূন্যতা তোমাকে শেষ পর্যন্ত ভালোবাসা দিয়েছে কি ?
তোমার পূর্বের প্রেম ছিল তোমার পরেও প্রেম থাকবে
প্রেমের রূপ দেখে ভুলি কী রূপের বানে জলে ভাসবে
নাকি অন্তরে তোমার রূপের তুলনা বিক্রি হবে ভবে
সকল সৃষ্টি ই অপূর্ব সুন্দর তবুও প্রেম খুঁজে নাও ইন্দ্রে ।
নেই কি চক্ষু যার অন্তর শরীর না অন্তর খুঁজে চক্ষু ফেরায়
চোখে চোখে যদি বিদ্যুৎ জ্বলে শূন্য থেকে আধার পালায়
প্রেম আলো দেয় তবে কে প্রেম বাঁচাবে ? অগ্নি লাভায়
যাও ফিরে যাও প্রেমের সব সৃষ্টি কেবলেই কষ্ট পায় ।
প্রেমহীন সৃষ্টি যাও ফিরে যাও যদি প্রেমের জন্য বিশ্বাস
ভীষণ ভাবে নস্টালজিয়া শিকড়ের মতো শরীর খুঁজে
শরীর নিতে লোভ হয় প্রেমবিনে শরীরে শূন্যতার তরে
অন্তর ফেরাও, চক্ষু ফেরাও, লোভ ফেরাও লালসা ফেরাও
বুকের মধ্যে বাসনা যত বিশ্বাসের মধ্য দেখ নব সৃষ্টি
যে খানে আলো নেই সেখনে আলোর সৃষ্টি কর প্রেমে
অগ্নিগিরির আভা , রৌদ্যের আভা, অন্তরের আভা
বুক জুড়ে নিঃশ্বাসের ছড়িয়ে দাও পূর্বের ইতিহাস না জেনে
আমার দু’চোখে দেখি নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে
পূর্বের ইতিহাস না জেনে রক্তের ক্ষতে ফুল হাসবে
সেই রক্ত ছেটানো ফুল আধারের সকল শূন্যতার শেষ হবে
প্রেম দেবতার পূজায় বসবে কারন প্রেমেই সৃষ্টির মুল মন্ত্র
এক জীবনের ভালোবাসা আমি শূন্য হৃদয় থেকে সৃষ্টি করেছি
আমি ভালোবাসা দিয়েছি পূর্বের ইতিহাস না জেনে মহা কালে
মানব জন্ম থেকেই শূন্য, যেমন শূন্য থেকেই সৃষ্টি মানব প্রেম ।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪

শেষ খেয়া বলেছেন: ভাল হয়েছে

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রিয়া আপু ভালো লাগালো কবিতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.