নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

কিশোরির ভাবনা

১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬


---------------------- সেলিনা জাহান প্রিয়া

অবলীলায় স্মৃতির আবিরে হেরেছি তোমাকে ভেবে ভেবে
পিঞ্জিরায় পরশ পাথরে দিখিনি, দেখেছি অন্তরে তোমাকে,
অনূভবের অতল পিঞ্জরে তোমার প্রেমবারতা হৃদস্পন্দনে
আজি সেই প্রীতিতে সেই নিস্তব্ধতা অনূভবে দোলা দেয় ।।

দোলন চাঁপার শাখায় আজো কি আছে সেই দোলন চাঁপা ফুল !
যে পথ ছিলো তোমার চরন স্পর্সে আমি তোমার ফুল কুমারী
সে যে অনাদি সুখ,অনাবিল প্রশান্তি তোমার ধূলা মাখা পথ
ছুটিয়া গিয়েছিনু তোমার ও পানে হে পরন্তের আবিরে আজি ।।

গাথিবো তার লাগি মালা রাখিবো প্রেমেও ডোরে সারা বেলা
আমি কিশোরী ফুল কুমারী তবে প্রিয়া সাজি দোলন চাঁপা ফুলে
সে যে অনাদি সুখ, অনাবিল প্রশান্তি মনে স্মৃতির আবিরে মন
প্রানের তরে হারাতে চাহি না ,বাধিয়া রহি আনমনে তার সনে ।।

তাহারি মুখের কথা সব ব্যাথা স্বর্গ হয়ে যায় চরণে ফুটে ফুল
তাহারো চাহনি রবির ও কিরন তারায় তারায় আকাশ সাজায়।
যাহারে তুমি বারে বারে দেখিয়াছ না দেখার চোখের বালি হয়ে
সেই দিয়েছে সন্মান, তোমার পূজা রোজ সন্ধ্যা আবীরের ঘরে ।।

পরশ পাথরে অনূভবের অতলে অদ্বিতীয় হৃদস্পন্দনে গাঁথি মালা
সুতা বিনে সেই মালতি লতা রাখিবো প্রেমে ডোরে সারা বেলা।
ক্ষনেক আলো দেখিবার তরে আঁখি জলে ভিজেছি আঁখিতে কাজলে,
পুরে পুরে অংগার হয়েছি তোমার চরন স্পর্ষ ধন্য হবো তাই ভেবে
যে হৃদয় তোমায় ভালোবেসেছে সে আজ ক্লান্ত দেহে শান্ত হয়ে নিথর।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

গেম চেঞ্জার বলেছেন: বালিকা কাব্যিক কত্থন খুব ভাল লাগলো। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.