![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
আমি এসেছি, তোমার উঠনের দক্ষিণ ঘরে
ভাবতে পার তুমি এক চিলতে রোদ এসেছে
ভুল করে কুয়াশা ফাঁকি দিয়েছে আলো দিতে
বা মনে করতে পার তুমি স্বপ্ন দেখছ এখন
কিন্তু আজ সত্যি আমিই এসেছি তোমার সামনে ।
আমি এসেছি তোমার খোঁজ নিতে, নীরব দেখে
বুকের পাজরে একটা নিঃশব্দের সুর চিন চিন করে
আধারে জ্বালিয়েছে মশাল আলো তুমি হৃদয় কুটীরে
দিগন্তে মিতালী খুঁজে তোমার সুর আমার খেয়ালীতে
কিন্তু আমি স্বপ্ন নয় বসন্তের রানী তোমার উঠানে।
আমি এসেছি,তোমার চৌকাঠের সীমানায় আজ
কোন মান অভিমান না ! সালিশ না ! তবুওএসেছি
আমাকে সীমানা পার হতে হল! তোমার জন্য আজ
গৌরবিত হতে পার তোমার তীক্ষ্ণ দৃষ্টি মেলে
কিন্তু সূর্যের ও ছায়া পরে একেই মেরুর আলোতে !!
আমি এসেছি,কিছু দিতে,কিছু পেতে, বা হারাতে
জীবন তো ঋতুর নিয়মে পাতা ঝরা, ফুল ফোঁটার খেলা
বর্ষার জলে ভাসতে ভয় নাই যদি বান আসে বিশ্বাসে
কাদার মত গলে মিশে যাব নতুন কোন ডুব চরে
কিন্তু আজ কি বলে তুমি স্বাগত ভাষণ দিবে এ মনে ।
আমি এসেছি, হারাবার কোন ভয় নেই আমাকে
প্রতিটি গল্পের শুরু হয় শেষ হবার জনেই হয়ত
যে লিখে সেই শুরু করে শেষটা প্রশ্ন চিহ্ন হয়ত
তবুও গল্প থেমে থাকে না জীবনের মত করে
কিন্তু কিছু ব্যাথাকে ভালবাসব বলে জানিও ।
আমি এসেছি,তবে প্রথম বার নিয়মের বাহিরে
আমার কাজল টিপ চুলের বেণী সব তোমার
শেষ কবিতার সেই শেষ লাইনের অংকের মতো
আমি হাসব বলে, আমি কাঁদব বলে এসেছি
কিন্তু তুমি কবিতার মত ভেব না রানী কে ।।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি হাসব বলে, আমি কাঁদব বলে এসেছি
কিন্তু তুমি কবিতার মত ভেব না রানী কে ।।
======= অনেক সু্ন্দর কবিতা। ভাল লাগা রইল।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।