নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

গল্প --- অ- মানব -০১

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৯


------------------------------- সেলিনা জাহান প্রিয়া ---------------------

শীতের রাত ২ টা কাওরান বাজারে কিছু পুলিশ তাদের ডিউটি করছে । একজন পকেট মার ওয়ালাকে ধরেছে । ঠিক পুলিশের সামনে দিয়ে একজন যুবক খালি পায়ে পাতলা একটা জামা গায়ে হেটে যাচ্ছে । একজন পুলিশ ডাক দিল -----

-- কি ভাই খালি পায়ে কেন এত রাতে শীতের মধ্য হাঁটছেন । আপনাকে দেখে
আমার খুব হাসি পাচ্ছে আপনি কি মানুষ না অন্য কিছু । শীতের মধ্য কি কেউ একটা
জামা পড়ে থাকে ! আপনার কি শীত লাগে না
-- আমার শীত গরম সব সমান । তবে আপনার হাসি আমাকে চিন্তায় ফেলে দিল ?
-- কেন
-- পৃথিবীতে সরল ও বোকা মানুষেরা সব সময় হাসে ।
-- আমি যে পুলিশ মানুষ তোমার এত রাতে আমাকে ভয় লাগে না।
-- দেখুন আপনি পুলিশ । আমি কে তা নাই বললাম । কিন্তু আপনি যে খুব সুখি না
এটা আপনাকে দেখে বুঝা যায় ।।
-- আপনি তাহালে সুখি পায়ে জুতা নাই । শরীরে শীতের কাপড় নাই । দাড়ি চুল দেখে
মনে হয় আজ কিছুই খাবার খান নাই ।।
--- দেখুন পুলিশ ভাই । এত যে গাছ তাদের কোন শীতের জামা আছে । দুনিয়ায় কত
পশু পাখি তাদের কি পায়ে জুতা আছে । একবার চিন্তা করে বলেন ?
-- দেখুন পাগল ভাই । তাদের আর মানুষের কথা এক না।
-- তাহালে পুলিশ ভাই বলতে চান তারা প্রানি না /
-- তারা প্রানি কিন্তু মানুষ না।
-- হ্যা পুলিশ ভাই ঠিক ধরেছেন । আমিও প্রানি কিন্তু মানুষ না
-- ঐ মিয়া পাগল ! তোমার তো জ্ঞান আছে । তা আমাকে অসুখি মনে হয় কেন ।
-- এই যে আপনি বোকার মত কথায় কথায় হাসেন । যারা কথায় কথায় হাসে তারা
কাউকে সুখি করতে যেয়ে নিজেরাই অসুখি হয় ।।
--- তা পাগল ভাই কি খেলে আজ সারা দিন ।
-- পুলিশ ভাই এই যে সাগরের মাছ তাদের কে খাবার দেয় । রাস্তার কুকুর তাদের
কে খাবার দেয় । ঐ যে পাখি তাদের কে খাবার দেয় ।।
--- পাগল ভাই তাদের আল্লাহ্‌ দেয় ।
--- তাহালে আমি তো তাদের মত আমার খাবার দায়িত্ব তার ।
-- পাগল ভাই আপনার কথা গুলো অনেক ভাল লাগলো । আসেন চা খাই ।
--- পুলিশ ভাই আমাকে কেউ খাবার দিলে না করি না। তা শুধু চা না সাথে একটা
বন রুটি দিবেন ।
--- পাগল ভাই তোমার যা মনে চায় খাও ।
--- আমি বললাম না পুলিশ ভাই । এই যে আমার মত একটা পাগল কে আপনি যে
মায়া করলেন এটাই ধর্ম ।
--- পুলিশ ভাই । আপনার মনে অনেক দুঃখ । তা কিন্তু আপনার জন্য আপনি দুখি ।
-- তা কি করে বুঝলে পাগল ।
--এই যে আপনি কথায় কথায় হাসেন । হাসির মধ্য কারন ছাড়া দুঃখ থাকে ।
-- হ্যা পাগল ভাই ঠিক বলেছেন । আমি খুব দুখি । ছোট বেলায় বাবা মারা যায় ।
দেশে যুদ্ধ শেষ হলে পুলিশে চাকুরি নেই । ছোট তিন ভাই বোন কে লিখা পড়া শিখাই ।
বিয়ে সাদি করি । এখন আমার তিন জন ছেলে মেয়ে । স্ত্রী খুব অসুখ । বাচ্চাদের
লিখা পড়া । আবার স্ত্রী অপারেসান । যে টাকা বেতন পাই । তা দিয়ে ঢাকা শহর
থাকা । বাসা ভারা দিয়ে চলা খুব কষ্ট । ভাইদের বললাম তারা কোন সাহায্য
করলো না ।
-- পুলিশ ভাই ! আপনি যার কাছে সাহায্য চাওয়া দরকার তার কাছে না চেয়ে ভুল
জায়গায় চাইছেন ।।
-- পাগল ভাই ঠিক বুঝলাম না।
--- পুলিশ ভাই । টাকা হলে কি সব সমাধান হবে আপনি মনে করেন ।
--- পাগল ভাই । টাকা ছারা কি করে সম্ভব ।
-- পুলিশ ভাই এখানেই আপনি মানুষ আর আমি প্রানি ।
-- ঐ যে পকেট মার লোক কে ধরলেন । গাড়িতে রাখলেন । তাকে তো চালান
করবেন । তাই না।
-- হ্যা মানি ব্যাগটা কি ফেলে দিবেন ।
-- হা টাকা তো স্যারেরা ভাগ করে নিয়ে নিল । খালি কিছু কাগজ আছে তা রেখে কি
লাভ ।
-- পুলিশ ভাই । চিন্তা করুন তো বেশী খারাপ । ঐ চোর না আপনারা ।
---পাগল ভাই এত কিছু দেখে কি লাভ । কাল কে চালান দিলে আবার বের হয়ে
পকেট মারবে । মানি ব্যাগের লোক কে খুজতে গেলে । সে আবার মামলা দিবে
না। পুলিশের সব ঝামেলা ।
--- যাই হোক পুলিশ ভাই আমার একটা কথা রাখবেন এই পাগলের ।
--- কি কথা পাগল ভাই বল ।
--- আপনি আমাকে চা রুটি খাইয়ে ঋণী করছেন । তাই কাল আপনি ঐ মানি ব্যাগটা
ফেরত দিয়ে আসবেন । আর সাহায্য আল্লাহর নিকট চাইবেন । আমি আসি
-- তা পাগল ভাই আপনার নামটা বলে গেলেন না। দুনিয়াটা খুব ছোট আবার দেখা
হলে নাম বলব ।
শীতের রাত লোক টা হাঁটছে । পুলিশ অবাক হয়ে দেখছে । শীত বলতে কি সে জানে না। তবে তার কথা গুলো অনেক ভাল লাগেছে ।
সকাল পুলিশের লোকটা মানি ব্যাগ নিয়ে ঠিকানা মত গেল । বনানি ১১ রোড । সাত তলায় লিফটে উঠল । দেখল ঠিক অফিসে আসেছে । অনেক বড় একটা অফিস । রিসিপসনে একজন ভদ্র মহিলা
বসা ।
-- সালাম আপা ।
-- কে আপনি । কি চান । কার কাছে এসেছেন ।
-- জি আমি সামছু পুলিশের চাকুরি করি । আমি গত রাতে একটা মানি ব্যাগ পাই । তবে তাতে কোন
টাকা নাই । কিছু কাগজ আর মনে হয় কিছু দামি কার্ড । ইংলিশ তো তাই সব পড়তে পাড়ি নাই ।
--- বলেন কি মিঃ ।
--- আপনি বসুন । পিলিস বসুন ।
-- মেয়েটি ফোন তুলে তার স্যার কে বলল - স্যার খুবেই খুশির খবর । আপনার মানি ব্যাগ পাওয়া
গেছে ।
যার মানি ব্যাগ সে মিঃ রায়হান খান । একটা আন্তর্জাতিক কোম্পানির কান্ট্রি চিপ । তারা তারি এসে মানি ব্যাগটা এসে হাতে নিল । ভাল করে দেখল । বলল আল্লাহ্‌ তোমাকে ধন্যবাদ । টা ভাই আপনি আসুন আমার রুমে ।
--- কোথায় পেলেন । কি করেন আপনি । বসুন । এখানে কফি দাও ।
--- স্যার আমি একজন পুলিশ । তবে অফিসার না সিপাহী ।
--- তা ঠিক আছে । আপনি আমার কোম্পানির একটা অনেক বড় উপকার করেছেন । যা আপনি চিন্তা
করতে পারবেন না। বলুন আপনি কি চান ?
--- স্যার একটা চামড়ার মানি ব্যাগ কি তার মুল্য ।
--- মিঃ এটার ভিতরে এটা কি চিনেন ?
--- না স্যার
--- এটা একটা মাইক্রো চিপিস । যা তে এই কোম্পানির একটা বিশাল নীল নকসা আছে ।
আমার কাছ থেকে এটা হারিয়েছে একটা ফাইভ স্টার হোটেলের সামনে থেকে । যাই হোক
আপনাকে অনেক ধন্যবাদ । আপনার ঠিকানা লিখে দিয়ে যান । গাড়ি আপনাকে বাসা পর্যন্ত
নামিয়ে দিয়ে আসবে ।।

চলমান------------------------------------

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪২

ডেভিড গোমেজ বলেছেন: লেখাটা ভাল লাগলো। শেষ টা আর থিম টা অনুমেয় না হলে আরও ভাল লাগতো

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আসলে শেষ হয় নাই , ধারা বাহিক

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৯

রাফা বলেছেন: খুব সহজ সরল বলার ধরন হোলেও খারাপ হয় নাই।চলুক.......।

ধন্যবাদ,সে.জা.প্রিয়া।

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আশা পেলাম

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৫

সাইফ রাসেল বলেছেন: বেশ ইন্টারেস্টিং :)

তবে পুলিশ আর পাগলের কথোপকথন দু এক যায়গায় আগে পড়ে হয়ে গেছে সম্ভবত, চেক করতে পারেন। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

প্রামানিক বলেছেন: চমৎকার গল্প। ধন্যবাদ

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশতো!

চলুক....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.