নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
তোমার হাতে আমার ধূসর,
বিবর্ণ শব্দগুলোর পুষ্প হ’য়ে ফুটে
আমি রচিতে চাই সহস্র কবিতা কাব্য,
মজে তোমার প্রেমে আমি মৃত্যু চাই ।
আমার অস্তিত্বের সাথে মিশে আছো
নীলরঙা আকাশের মতো শাড়ি হয়ে
হাওয়ার তালে উড়ন্ত আঁচলে তুমি
বুনো ফুলের গন্ধের নেশার মতো ।
অশান্ত মনে যদি আবার খোঁজ আমায়
আমাকে দেবার জন্য কোন ফুল চাই না
তোমারই ভালোবাসাটা রেখ অন্তরে
আমারই জন্য তোলে দিও এই অন্তরে।
যদি আমার হৃদয়ের কঠোরতা জানতে চাও
এসো তুমি পাথরের কাছে এই জাফলং এ
জানবে তখন আমার হৃদয় নির্মম কতটা
পাথর বেয়ে বয়ে যায় শীতল জল হয়ে ।
তাই তো এত অপেক্ষা চাঁদনি রাত
একটুও মেঘ নেই আকাশের সীমানায়
নেই কোনো কুয়াশা, যদিও রাতটি শীতের!
এখনো বাকি আছে অনেক কিছু পাওয়ার।
এত ভালোবাসা কি ভাবে কুরিয়ার করি
নিঝুম দ্বীপের সবুজের ঠিকানায় বল ?
কি ভাবে হলুদ খামে ভরি বসন্তের সঞ্চিত মন
অবাঞ্চিত সময়ের সবটুকু দায়ভার পিছু ডাকে ।
তুমি কারে খোঁজো প্রতিদিন ধূসর বিবর্ণ শব্দে
এই আ
মাকে ? সামনে খোঁজো !পেছনে তাকাও
কেন ডানে বাঁয়ে ফিরে ফিরে চাও বার বার
আমিতো আছি তোমার কাছে তোমার মনের মাঝে।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লাগলো। গীতিময়তা আছে। ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।