নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক গল্প # অ- মানব # ১১ তম পর্ব ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬




সেলিনা জাহান প্রিয়া
--------------------------------------------------------------
সন্ধ্যা সময় পাগল মানুষটার জন্য জোছনা চা নাস্তা নিয়ে ছাদে এসেছে । পাগলের দিকে চেয়ে বলে এত পানি ও তেলের খালি বোতল কেন কাটছেন । পাগল জোছনাকে বলল- তুমি এত হাসি খুশি কেন ।
---- পাগল ভাই জানেন আমার মা বাবা আসছে । এই যে আপনার জন্য পুলি পিঠা নিয়ে
আসলাম । মায়র হাতের পিঠা কি যে মজা । আমি একাই অনেক পিঠা খেয়েছি ।
---- তা তোমার বাবা মা ভাল আছে ।
----- ভাল তো দেখা যায় । আমার বাবা তো তেমন কোন কাজ করে না। তাই মায়ের সাথে
প্রায় একটু ঝগড়া হয় । তবে আমার বাবা মিলি মামী রে খুব ভয় পায় ।
----- জোছনা আসলে তোমার বাবা তাকে ভয় পায় না। সম্মান করে । আমাদের গ্রামের
মানুষ শহরের মানুষের চেয়ে অনেক বুদ্ধিমান ।
---- কেমনে বুদ্ধি মান পাগল ভাই ।
---- গ্রামের মানুষ শাকসবজি মাছ মাংস খায় একদম তাজা আর ঐ খানে অক্সিজেন হল
সীসা মুক্ত । মানুষ বেশীর ভাগ কাজ করে পরিশ্রম করে । তাই তাদের মন ও শরীর
শহরের মানুষের চেয়ে ভাল । বোকা মানুষ গুলো শহরে পড়ে থাকে ।।
---- আপনার কথার আগা মাথা কিছুই বুঝি না পাগল ভাই ।। এখন এত গুলো বোতল কেন
কাটলেন । আবার দেখি কিছু টিনের পট ও কেটেছেন ।
---- জোছনা কাজ শেষ হলে দেখবে । তোমার বাবাকে বলবে এক বস্তা ভাল মাটি এনে দিতে ।
পাগল বোতল কেটেই যাচ্ছে । জোছনা নাস্তা রেখে চলে গেল সিঁড়ি দিয়ে ।
-----------------------------------------------------
মিলি ফোনের অপেক্ষা করছে । কখন থানা থেকে ফোন আসবে । মিলির মা মিলির কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে । জোছনা আর তার মা রান্না নিয়ে ব্যস্থ । জোছনার বাবা টি ভি দেখছে । সবাই কেমন জানি চুপচাপ । বাসা একদম নিরব । আজিজ মিয়া বাসায় এসে দেখে সবার মন খারাপ । মিলি কে বলে -- কি হয়েছে । তোমাদের পাগল কি ডাকাতি করে পালাল নাকি ।
মিলি স্বামীর দিকে খুব মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলল
---- ডাকাত যে কে আজো তা জানি না ।
---- তা তোমার পাগল কোথায় ? পালাইছে না কি ?
---- পালাই নাই । জামা কাপড় জুতো এনেছে ?
---- ওহ ! সময় পাই নাই । ভাবলাম তোমার পাগল আছে কি না!!
---- দেখ তুমি এখন যাবে এবং সব কিছু কিনে নিয়ে আসবে ।
আর জোছনা শুন তোর বাবা কে বলল ছাদ থেকে ওকে নিয়ে সেলুনে যেতে । মাথার চুল দাড়ি ঠিক করে নিয়ে আসতে । মার কাছ থেকে টাকা নিয়ে যেতে বল । আর তুমি
ওর সব কিছু ভাল দেখে কিনিও । আজিজি মিয়া ঘরে চা খেয়ে সবার দিকে এক নজর দেখল । কিছুই বুঝে উঠতে পারছে না। তাই জোছনা কে বলল - সবাই এত মন মরা কেন ? জোছনা বলল -
বলা যাবে না। মামী ও পাগল ভাইয়ের নিষেধ । আজিজ মিয়া কিছুই বুঝে উঠতে পারলো না। মিলি
তার মায়ের সাথে বসে কথা বলছে । জোছনার বাবা পাশের একটা রুমে খাট বিছাচ্ছে । আজিজ মিয়া বলল তোমারা কি ঢাকায় থেকে জাবা নাকি । জোছনার বাপ বলল - না ভাই জান । আপা বলল তাই করছি । আপার নাকি কে আসবে । আজিজ মিয়া মিলির কাছে জানতে চায় আবার কে আসবে । মিলি রাগের চোখে বলে আজিজ তুমি যাও তো । যখন কেউ আসবে তখন দেখতে পাবে । আমাকে শুধু শুধু বিরক্ত কর না তো । আজিজ মিয়া কিছু না বলে চলে যায় । মিলি নতুন ঘরটা ভাল করে দেখে নিজেই নিজের চোখে পানি মুছে । জোছনা মিলির কাছে এসে কাঁদতে থাকে । মিলি জোছনা কে বলে ফোন যেন আমি ছাড়া কেউ না ধরে ।।
------------------------------------------------------------------------
পাগল মানুষটা নিয়ে জোছনার বাপ সেলুনে গেছে । সেলুনের নাপিত বলে
এটা কারে নিয়ে আসছেন । এ দেখি দয়াল বাবা মজনু । প্রেমে কি ছিকা টেকা খাইছে নাকি । পাগল নাপিদের দিকে চেয়ে বলল
--- তুমি মনে হয় প্রেমের ব্যাপারে মহা জ্ঞানী । নিজের চক্রায় তেল দাও ।
--- আরে ভাই মাইন্ড করেন কে ।
---- মাইন্ড করি নাই । আমি মাইন্ড করলে তো তোমার খবর আছে ।
---- নাপিত হেসে বলে । কি খবর ভাই পাগল ।
--- আমি মিলি খালা কে জেয়ে বলব তুমি আমাকে কি কি বলেছ । গালে স্নো মেখে
রাখো । থাপ্পড় খাওয়ার জন্য ।
--- সরি ভাই । ভুল হয়েছে । মিলি খালা কে কিছু বলবেন না।
--- না তুমি অনেক বেড়ে গেছ । এমন সময় দোকানের মালিক এসে নাপিত কে
দুই চর দেয় । আর বলে মিলি আপা যদি শুনে যে তুই তার মেহেমানের সাথে
এমন করিস । তাহালে মহল্লার সব পোলা পাইন তরে আমারে সাইজ করবে ।।
নাপিদের চুল কাঁটা শেষ হলে পাগল নাপিদের কানে কানে বলে - বাসায় যাওয়ার
সময় পাশের দোকান থেকে মহা জনের মেয়ের জন্য একটা বড় ফেয়ার অ্যান্ড লাভলী
কিনে নিয়ে যাবি । আর বলবি আমার চোখে দেখা সব চেয়ে সুন্দর মেয়ে তুমি ।
পাগল জোছনার বাপ কে সাথে নিয়ে রাস্তায় আসে শীতের রাতের আকাশ কে আরেক বার দেখে । জোছনার বাপ পাগকে বলে নাপিত কি বললেন । পাগল এক গাল হেসে
বলল কাল কে আপনি সকালে নাপিদের দোকানে যাবেন । দেখবেন আমি কি বলেছি ।
পাগল ছাদে ফিরে এলো । মিলি এসেই বলল -
----- আমাকে থানায় যেতে বলেছে এই মাত্র ফোন এলো । আমার বান্ধবির ভাই
ওদের থানায় নিয়ে এসেছে ।
---- পাগল আবার আকাশের দিকে তাকায় , একটু হাসে তার পড় মিলি কে বলে
যাও । কিন্তু আমার কথা কাউকে বল না । তাহলে কিন্তু আমার আবার
পালাতে হবে ।
--- ঠিক আছে আমি থানায় যাচ্ছি । তোমাকে অনেক সুন্দর লাগছে । গরম পানি
লাগলে জোছনা কে বলিও । আর ঐ বাড়ির রেজিয়া কিছু বললে আমাকে বলিও ।
ওর সাথে কোন কথা বলিও না।
মিলি থানায় এসেই দেখে একটা খুব শান্ত মেয়ে । বাচ্চা কুলে নিয়ে বসে আছে । তাকে কেন থানায় আনা হয়েছে তাও সে জানে না। মিলি বাচ্চাটা কুলে নিয়ে বলল - তুমি কি আজিজ মিয়ার স্ত্রী । মেয়েটি মাথা নাড়া দিল । মিলি থানা থেকে বিদায় নিয়ে বাচ্চা ও বাচ্চার মাকে নিয়ে বাসায় আসে । মিলির মা বাচ্চা কে জড়িয়ে বুকে নেয় । জোছনা খুব খুশি । মিলি বাচ্চার মায়েকে বুকে জড়িয়ে বলে তুমি আমার বোন । কারো কোথায় দুঃখ নিবে না। আজ হইতে এই বাড়ী আর এই সংসার আমাদের । আজিজ মিয়া বাসায় এসে নিজেই খুব ভয় পেয়ে গেল । কিন্তু দেখল খুব স্বাভাবিক সবাই । মিলি বলল- যাও আমি তোমাকে আজ ঐ পাগলের জন্য মাপ করে দিলাম । আজিজ মিয়া ছাদে যায় পাগলকে সরি বলবে বলে । পাগল মানুষটা এত বড় একটা সমস্যা সমাধান করে দিল । আসলেই পাগলটা যাদু জানে ।। ছাদে এসে দেখে পাগল নাই ।
ছাদের ঘর খালি । আজিজ মিয়া জোছনা কে ডেকে বলে কি রে পাগলটা কোথায় । মিলি আসে । এসে দেখে ছাদে পাগল নাই । মিলি চেয়ে থাকে ছাদের চার পাশ । কি সুন্দর করে গাছ লাগানো । এত সুন্দর করে বোতল গুলো কেটে গাছ লাগাল । মনে হয় এটা অন্য ছাদ না অন্য কোন জায়গা । মিলি বলে অনেক রাত কোথায় গেল পাগলটা । রাত একটা বাজে পাগলটা হাঁটতে হাঁটতে চলে এসেছে কমলা পুর ।
চলমা-----------------------------

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার শুরু হল পথ চলা.. একসাথে পেলে পড়তে আরাম পাই.. তাই খুব ভাল লাগছে পেছন থেকে পড়তে :)

++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.