নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

নীল জোছনার ভেলা

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৬






মনের গহীন অতল জলে ভাসিয়ে দেব
নীল জোছনার ভেলা...........................
ক্ষণিকের ছায়া প্রচ্ছায়া উপছায়া দেখব
গ্রাস হয়ে যাওয়া মাটির এই কায়া খেলা
স্মৃতিটুকু কাছে ডেকে হাতে হাত রাখি
শিহরিত রোমকূপে জমানো শিশির গায়ে মেখে
কল্পলোকের গল্প যত আজও লিখি নীল জোছনায় ।
আকাশের বুকে মেঘের কণায় রঙ ধনু স্বপ্ন তুমি
অরণ্যের মাঝে কুয়াষাছন্ন বনফুল নীল জোছনার আমি
কুম কুম নীল জোছনা নেমেছে আমার পথে পথে আজ
ফানুসের আলোর রঙ যেন কন্ঠে তুলেছে অপূর্ব সুর ছন্দ
চোখে তার গোলাপি মুক্তার মতো অহংকারী চাঁদ উঠে
ভালোবেসে না বেসে কত কথা শুনি মধ্য রাতের উঠানে,
পূর্নিমার নীল ইন্দ্রজাল নিরবতার দু চোখে শীতল ছায়া ফেলে
আমাদের প্রেমের একান্ত স্মৃতি কথা নীল জোছনার ছন্দা তুলে
কিছু কথা চাঁদের বুকে এঁকে চলে কল্প লোকের আলপনকে
হৃদপিন্ডের মৌন পাথর থেকে ঝরে পড়ে নীল জোছনার জল
সন্ধার সমাপ্তি নিয়ে তোমার চোখে নামে নীল জোছনার জল
আলো নয়, অন্ধকার নয় ,তন্দ্রায় মিশেছি আমি জোছনার ভেলায় ।।
বাঁশি হাতে স্বর্গ হতে নীল জলে নামে এক ঝাঁক অপ্সরা
নীল জোছনার মসলিনে মোড়া তৃষ্ণার্ত পত্র পল্লব, শুষে নিয়ে নীল সব
ফিনফিনে নীল জোছনার সমুদ্রে উঠে ঢেউ,
আঁকে জলছবি, আঁকে ধূপছায়াঃ নিসর্গের তুলি হাতে কেউ
আমি মনের গহীন অতল জলে ভাসিয়ে দেই তোমার জন্য
নীল জোছনার ভেলা গহীন অরণ্য নীল জোছনার পথে
তক্ষকের ডাকে ধ্যান ভেঙ্গে যদি তুমি খুঁজে নাও
স্বপ্ন আর বাস্তবতা মাঝে তোমার নীল জোছনার ভেলা কে

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

এম.এ.জি তালুকদার বলেছেন: আপনি কবি, নাকি সুফী? কবি হলে কথা নাই, পড়লাম ব্যাস। সুফী হলে-হাজারো প্রশ্ন আছে আপনার তরে!!!!!

২য় জন হলে- দাওয়াত মোর আঙিনায়। ঘুরে যাবেন মোর বাড়ী।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: সুফি কি?

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

এম.এ.জি তালুকদার বলেছেন: হায়রে কবি, হায়রে কবিতা। কি জন্ম হলো জানেনা তার জন্মদাতা, তাই কি হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.