নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
বাতাসের দুষ্টুমিতে এলোমেলো মনে এই বসন্ত
যেখানে মালভূমি আর সাগর মিশেছে আবিরে
সাগরের নীল জল আর আকাশ ছুঁয়েছে দিগন্ত
জ্যোস্নাতে করবো স্নান গাইব গান কোন অরন্যে ।
আমার এ চুলে বসন্ত বাতাসের উৎসব লেগেছে
শাড়ির আঁচলে উচ্ছ্বাসে আবেগ মহুয়ায় মাতাল
ফুল বসন্তের জন্যেই ফোটে,শিমুল, পলাশের বন
উচ্ছ্বল আনন্দে ওরা সবাই আমার আঁচলে জড়ায়।
উড়ে আসা বাতাসে ভেসে আসে চেনা গায়ের ঘ্রাণ
যে মাতাল হওয়ার আমার ছিলো কোনো এক কালে।
আজ এখন চোখ বন্ধ করেই তোমাকে দেখি অরন্য ,
বাতাসের দুষ্টুমিতে পাচ্ছি তোমার ঘ্রাণ-বসন্তের বিকেলে।
জ্যোস্নাতে করবো স্নান ,তারার সাথে মিতালি করে
পথ চলব আঁধারে জোনাকিরা পথ করে দিবে আলো !!
এই বসন্তে তুমি পাশে থাকলে আমি আরোও উদাস হব
এ কথা মন বলছে, মনেরই অজান্তে বাতাসের দুষ্টুমিতে।
সন্ধ্যা প্রদীপ জ্বালবো একসাথে সঙ্গোপনে সাগরের পারে
হাতে হাত রাখব ভালবেসে চেয়ে থাকব নয়ন পানে ।
বসন্ত প্রেমিকদের জন্য অরন্য সাজিয়ে দেয় ফুলে ফুলে
কোনো প্রেমিক প্রেমিকা কবি হলে বসন্ত তাদের ই জন্য
আমি কবি নই, প্রেমও বুঝি না তারপরও বসন্তের অপেক্ষায়
আমার অক্ষম ইচ্ছেজুড়ে কেবল বসন্তের বাতাসে দুষ্টুমিতে
শহরে গ্রাম মালভূমি সাগর কাঁপিয়ে যাবে প্রেমের ছোঁয়ায় ।।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
শেষ বেলা বলেছেন: শব্দের এমন গভীর ভালবাসা, সত্যিই কবিতাকে আরো সুন্দর করে তোলে। ভাল লাগলো। ধন্যবাদ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
মনিরা সুলতানা বলেছেন: ভালো লিখেছেন
শুভ কামনা
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল।
++