নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

খুকির চিঠি ---

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮


তুমি আসবে বললে এই বসন্তে
হাতে একদম সময় নেই ।
দিনে কত কাজ ! বলত দেখি
মায়ের সাথে রান্না করা ,
বাগানের গাছে জল ঢালা
দাদী মায়ের পান বানিয়ে দেয়া ।
বাবার সব কিছুতেই মা মা ডাক!
খুব মজা হয় জানো ! বাবা সেই
মা মা ডাকে ।
দাদী জান আমি এক সাথে বলি
আসছি ! দাদী হাসে আমি হাসি ।
মায়ের লাল চোখ সব কিছুতেই
বাবা আসলেই আমি মহা রানি ।
যত কথা ই বল , বাবা আমার জান
আমি মাঝে মাঝে খুব চিন্তা করি
যদি পালকী আসে নিতে ,
মা হয়ত কাদবে জুড়ে জুড়ে
কিন্তু আমার বাবার কলিজা
ফেটে চোখে রক্ত ঝরবে ।
বাবার সব কিছুইতেই খুকি
তার কোট পেন্ট আর ইংলিশ টুপি
হাত ঘড়িটা সোনালি রঙের ।
বাবার জন্য আমি রোজ কাঁদব
যদি আসি বউ সেজে তোমার ঘরে ।
খুব মায়া হবে পুষা বিড়াল মিনির জন্য
চড়াই পাখি গুলো খুঁজবে জানালায়
তবে দাদী বাজবে গল্প বলা থেকে ।
তুমি বলছ আমি এত কাজের মাঝে
তোমার জন্য কবিতা লিখি কি করে ?
আমি কিন্তু অনেক দুষ্ট ।
রাত থেকে কিছুটা সময় চুরি করি
রাত জেগে জেগে ।
তোমার ঘরে এসে পুষিয়ে নেব , দেখ
একটা লম্বা ঘুম দিয়ে ।
তুমিও কিন্তু বাবা র মত ডাকি ও না আমায়
খুকি চা চা করে ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

জ্যোস্নার ফুল বলেছেন: অনেক দূর্বধ্য কবিতার মাঝে আপনার কবিতায় সরল একধরনের ভালো লাগা পেলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনাকে স্বাগতম

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৭

মো : আবু সাইদ বলেছেন: খুব ভালো লাগলো

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগা জানাই গেলাম। ভাল থাকবেন ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার একটি লেখা। ভাল লাগল।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

এম.এ.জি তালুকদার বলেছেন: এই বোকা মেয়ে, এতো সুন্দর করে কবিতা লিখতে নেই। কষ্ট হয়!-আমার যে বাবা,মা কেউ নেই। অল্প বয়সেই বিধাতার ঋণের দায়ে সব খুয়েছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৭

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: সরি ভাই আমার

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

এম.এ.জি তালুকদার বলেছেন: পিতা-মাতাকে নিয়ে স্বর্গ সুখে থাকার আশীষ রইলো। মেয়ে মানুষকে একটা সময় নিজের দেবতা বাদ দিয়ে অন্যের দেবতাদের নিজ জ্ঞান করে পুজা করতে হয়। প্লিজ, এই পুজায় অবহেলা করবেন না।যদি করেন,সারা জীবন পুজা করে হয়তো ভক্তের খাতায় নাম উঠলেও নিজে কোনদিন অন্যের পুজা পাবেন না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপানার কথায় একমত । এটাই জীবনের জন্য কল্যাণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.