![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
----------------------
একজন নামে ভদ্রলোক মানুষ বাসে উঠে মতিঝিল থেকে ধানমণ্ডি যাবে ।
কন্ডাক্টর ভাড়া নিতে আসল সে ৫০০ টাকা নোট দেয় ।
----কন্ডাক্টর বলল ভাই ছোট নোট দেন ।
---- এই বেটা নোট কি বানাই যে ছোট বড় করব ।
---- না স্যার খুচরা দেন ।
---- খুচরা পয়সা সাথে রাখি না।
---- স্যার ভাংতি দেন ।
---- এই বেটা ভাংতি থাকলে তরে ৫০০ টাকা নোট দেই ।
কন্ডাক্টর ভাড়া কাটছে । ভদ্রলোক দুই তিন বার টাকা চাইলে কন্ডাক্টর বলে স্যার ভাংতি হলেই
আমি দেব । ভদ্রলোক খুব খেপে গিয়ে বলল কুত্তার বাচ্চা ফালামি কর আমি শঙ্কর নামব ।
কন্ডাক্টর ভদ্র লোকের দিকে চেয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলে জাত ভাই চিন্তা করবেন না।
সঙ্কর আসার আগেই টাকা ফেরত দেব । ইতিমধ্যে বাস শঙ্কর আসলে কন্ডাক্টর ভদ্রলোকে বলল
জাত ভাই টাকা নেন ।
---- এই বেটা জাত ভাই মানে
---- কন্ডাক্টর বলল কুত্তাই কুত্তা চিনে । দেখেন নাই এক কুকুর অন্য কুকুর দেখলে ঘেউ করে উঠে । বাসের সবাই হাসতে লাগল । কন্ডাক্টর মুখ খারাপ না করে তারে জাত ভাই বলে কুত্তার বাচ্চা বকা দিল ।
মনে রাখতে হবে আপনি যা ব্যবহার করবেন অন্য আপনার সাথে তাই করবে ।।
টাকা ফেরত দিয়ে
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১০
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: একদম ঠিক কথা বলেছেন
২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯
শেখ মফিজ বলেছেন: এ কথা বলার জন্য সাহস লাগে ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর রসাত্বক ও মূল্যমান পোষ্ট করেছেন। ভদ্রলোক হওয়া অত সোজা না। সাধনার ব্যাপার। ধন্যবাদ আপনাকে ।