নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

রুদ্ধ আবেগে বলি!

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৩




আমার পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে নিঃসঙ্গ মনে,
আকাশের চাঁদ মেঘলা বাতাসে একলা ঘরে প্রদীপে
নীরব স্বপ্ন বুনে যাই নকশী কাঁথার ভাঁজে ভাঁজে
তখন পৃথিবী ঘুমিয়ে পড়ে চাঁদের আলো জ্বেলে !!
দখিনা বাতাস শান্ত মন আমাকে করে আলিঙ্গন
মলীন মনে দেখে যাই ডাহুকের সাথে শব্দের রঙ
রাতের জোনাকিরা জানালায় আলো জেলে
শতদলে খোঁজে তারাও আমাকে তার মত ভাবে !!
আর আমি খুঁজি তখন আমার আলপনার কল্পনা
প্রদীপ নিয়ে আবির খেলি পাতা ঝরা টিনের চালে
পৃথিবী তখন ঘুমের দেশে আমায় শীতল পাটি সাধে
ঝিমিয়ে ঝিমিয়ে টোল্ খায়ে বুনে যাই নকশী কথা
ইচ্ছে ডানার মতো উড়তে চায় মন মুক্ত আকাশে
জানালার ফাঁক ফোঁকরে দেখি নির্মল মুক্ত আকাশ।
আকাশে তাকালেই ভাবনারা ডানা মেলে মেঘে মেঘে
চোখে আসে ভিজে তোমার দেখানো স্বপ্ন মনে হাসে
জীবনের পূর্ন আশারা সফলের পথে তুমি বহু দূরে
সফলতা গুলো জোনাকি মত আসে তোমার পথ চেয়ে
পৃথিবীতে মানুষ গুলো কেন এত স্বপ্ন নিয়ে বাচে ?
কথাও ছিলোনা তবুও এসেছি জন্ম লগ্নে কপাল নিয়ে
তথাপি আমার লগনে তোমার নাম লিখা ছিল কপালে
সবাই হাসির বদলে কেঁদেছে আজ আমায় দেখে
সত্যি কথা ভালবাসা কি তারা কোন দিন জানে ?
জন্মটাই বৃথা, জন্মতিঁথি,রাশিফল,জনমপত্রী,
জ্যোতিষ কুন্ডলী,কুষ্ঠী, জন্ম-লিপি সবটাই ছিল
তোমার আমার মাঝে এক বহ মান সমান্তরাল নদী
মাঝে মাঝে ভাবি আমি মানুষ না কোন মূর্তি হয়ত
হয়তো বা কোনো রাজ প্রসাদের ফেলে রাখা নর্তকী
চতুর্দিকে আজ নেচে নেচে তোমার অপেক্ষা করছি
একটু শান্তির জল তোমার লিখা কিছু সান্তনার চিঠি
আবার কখনো মনে হয় চিঠি গুলোই যেন তুমি !
যেখানে শান্তির ইতিকথা চেয়ে দেখি তুমি আছ কি না ?
সেখানে খুঁজে পাই তোমায়! অনেক যাদু তোমার কথায়
জীবনের রুদ্ধ আবেগে বলি!ভালবাসা কি আমি আজ জানি
একটা কথা, যে কথা বলতে চেয়েও.মুখ ফিরিয়েছি সহস্রবার।
আজ সন্ধ্যা প্রদীপ জ্বেলে সব কিছু মিথ্যার ঝুলি হলেও....
ভালোবাসাটা কিন্তু মিথ্যা ছিলনা কোন কাল ভেদে

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৬

বিজন রয় বলেছেন: ভীষণ ভীষণ ভাল লাগল।
++++

২| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সুন্দর।+

৩| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

মহসিন উদ্দিন বলেছেন: দারুন লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.