নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
সেই শব্দ ‘ভালোবাসি’ নক্ষত্রের মতোই হয়তো
শুধুই মিথ্যে প্রলাপে চোখ ফিরিয়ে চলার ব্যতিব্যস্ত
সময় যে হেরে গেছে আমাদের নিয়তির কাছে
বাকিটা আমার দেয়া স্বাক্ষরের অপেক্ষা বসে
তুমি তো কখনও অশুদ্ধ করোনি আমায় প্রেম
আমার ঠোঁটের থেকে একটি যে শব্দ একদিন
ফুটেছিলো এই ঠোঁটে তোমারই নক্ষত্রের মতোই
আজ সেই শব্দ দেখো পৃথিবীর বুকে অন্তরীণ
সেদিনগুলোর কথা মনে আছে তোমার ?
যে দিনগুলোতে কেঁদে কেঁদে গিয়ে বলতাম-
"ভালোবাসি,ভালোবাসি,শুধু তোমাকেই ভালোবাসি।"
তোমার পাগল হওয়ার শেষ লাইনটুকু অবশিষ্ট,
সেই শব্দ ‘ভালোবাসি’ নক্ষত্রের মতোই হয়তো
বাকিটা আমার দেয়া স্বাক্ষরের অপেক্ষা শুধু তুমি।
ভুবন ডাঙ্গার এই হাসি আমার ভাঙে বাঁধ ,
ভালবাসার প্রতিজ্ঞায় বাড়াই দু'হাত...
হাত বাড়িয়ে দিলাম কাগজের শেষ লাইনে
নক্ষত্রের মতোই হয়তো স্বাক্ষর নিবে তাতে
অপেক্ষায় রেখনা,সেই শব্দ ‘ভালোবাসি’
নীরব আলিঙ্গনের বৃষ্টিবিলাসে এই দিনে
আত্মসমর্পণের আকাঙ্ক্ষায় স্পর্শ করো,
নিবিড় স্পর্শ, রক্তধারা ছুটে যাক শিরা উপশিরা বেয়ে ,
অনন্ত সময় ধরে, বিশ্বস্ত,শর্তহীন হয়ে,শুদ্ধ করো মন মোর
ভালবেসে পাশে থাকো সবসময় নির্মল ভালবাসা হয়ে
বুকে জড়িয়ে থাকো অনাদিকাল আমার মতন করে ।।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমি নতুন মানুষ ভুল গুলো ধরে দিলে খুব ভাল লাগে । পড়ার জন্য খুব ভাল লাগলো । আশাকরি কথা হবে
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩
এন.আর মাহমুদ বলেছেন: ভাল লেগেছে।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫১
বিজন রয় বলেছেন: ভালবাসার একটি স্নিগ্ধ কবিতা।
+++
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় শতভাগ ভাল লাগা রইল।