নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

হে নির্বোধ বালিকা

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১



®®®®®®®®®®®

মৌনতার শেকড়-বাকড়ে বদনজর আজ
কেউ দাঁড়িয়ে থাকে তোমার অপেক্ষায় নীরবে
তুমি এই পথে আসবে বলে,হে নির্বোধ বালিকা-
কোন অলিক স্বপ্নে ডুবে যেতে চাও তুুমি একাকী
মৃত স্বপ্নটিও কেবল জেগে ওঠে নৈঃশব্দে হৃদয়ে
প্রেমিকের চুম্বনে কি আবারো কেঁপে ওঠে থরথর?
ভালোবাসা তবে কি শীতলপাটি বিছিয়ে দেয়া জমি
নাকি কি কোন কোনো নব্য প্রেমিকের বিষ ছুবল ?
ভালোবাসা ঘিরে কৃষ্ণপক্ষ জড়িয়ে জেগে ওঠে নৈঃশব্দ
'কে কতটুকু ভালোবাসে ধ্রুপদী কি সেই প্রেম বুঝে !!
অপ্রাপ্তিতেই ভালোবাসার সার্থকতা প্রেমিকের চুম্বনে
রাতের বুক নেই কোন মাদকতার আস্বাদন প্রেমের ঘরে
আকাশসম চাহিদা শবদেহ ছুঁয়ে নামছে হৃদয়ে হৃদয়ে
ঢেকে দিচ্ছে সময়ের চিবুক ও আর্তনাদ নির্বোধ বালিকা
আবেগ ছুঁয়েছে যখনি,এসেছে শ্রাবণ প্লাবিত হয়েছে দুই কূল
পলাশের বনে কত শতাব্দী বয়ে যায় কত জোছনা বিষ্ন্ন হয়
ভালোবাসা তেমনি কোনো রঙ নেই ।কেন তুমি বর্ণহীন?
গায়ে রঙ মাখো! লাল নীল যেকোনো, জেনে যাক দুষ্ট গ্রহ -
যত দুঃখ ধারণ করেছে মানব ,তার অর্ধেক জুড়ে শূন্যতা।
কার বুকে কে মাথা রেখে কাঁদে নিরেট উত্তর পাবে,
একদম সোজাসাপটা হাজারলোকের অনধিকার দৃষ্টি!
বিজলী মেঘ শব্দের মত দুর দুরান্তে ছড়িয়ে পড়ে
প্রেম চাপা পড়ে মিথ্যার ভিড়ে নির্বোধ বালিকা ।
আর বাতাসের চাপা দীর্ঘশ্বাসে স্বাধীন পতাকার মত ই
এই শহরের কোনো গলির ইট পাথরে কৃষ্ণপক্ষ জড়িয়ে
জেগে ওঠে আরেকটি অপ্রাপ্তির গল্প নির্বোধ বালিকা ।
আটপৌরে সংসারের ফাদে সেসব স্বপ্ন কাদে অপ্রাপ্তি থেকে
শূন্যতার চারাগাছ জেগে উঠেছে চারদিক অনধিকার দৃষ্টি!
মাথা খুঁড়ে মরে আমাদের ভালোবাসা সেখানে,হে নির্বোধ বালিকা-
ধর্মের দেয়ালে আজ ভালোবাসা যেন শীতলপাটি বিছিয়ে দেয়া জমি
হে নির্বোধ বালিকা-প্রেমিকের প্রেম চুম্বনে বিষ ছোবল সর্বনাশা ।।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

নকীব কম্পিউটার বলেছেন: ‘আবেগ ছুঁয়েছে যখনি,এসেছে শ্রাবণ প্লাবিত হয়েছে দুই কূল‘
-
-
মাথা খুঁড়ে মরে আমাদের ভালোবাসা সেখানে,হে নির্বোধ বালিকা-
ধর্মের দেয়ালে আজ ভালোবাসা যেন শীতলপাটি বিছিয়ে দেয়া জমি

------খুব ভালো লাগলো।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১

কালনী নদী বলেছেন: অনেক সুন্দর হয়েছে বোন!

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

বিজন রয় বলেছেন: হে নির্বোধ বালিকা-প্রেমিকের প্রেম চুম্বনে বিষ ছুবল সর্বনাশা ।

সুন্দর।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া ,




ভালোই লিখেছিলেন । কিন্তু পোষ্টের ছবিটির সাথে কবিতাটিকে মেলাতে পারছিনে ।
আর ভালো কথা , বিষ ছুবল না হয়ে মনে হয় "বিষ ছোবল" হবে ।

শুভেচ্ছান্তে ।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: থ্যাংকস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.