নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

অন্তর স্বপ্ন সূর্য

১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৬





মেঘ সরে গেলে স্রোতাধীর রোদ আকাশ ফেরে হাসে
সিঁদুরের রূপ ধরে জেগে ওঠে অকাল পক্ষ সূর্য উঠানে ।

স্থির কোন সূত্রে যায় না বাঁধা জীবনের সকল কথা
ঘটার আগাম কোন বার্তা দিয়ে কেউ আসে না জিবনে ।

নীল জোসনার ঢেউ উঠে রাতের নীরবতা মাড়িয়ে মনে
ভোরবেলা ঘুম ছেড়ে দেখে ছায়াবতী বকুলের বাসা ঘরে ।

সকালে নরম রোদ আর হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে মনের
শ্রাবণের অবিরল ধারা বয়ে যায় সদ্য প্রেমের রোদ লেগে।

প্রেমে কাতর কিশোরীর চিবুক বেয়ে মেঘ সরে গিয়ে আভা
হৈম হাওয়া বয় কাঁচা স্নান ছলে টুইটুম্বুর প্রেমের জলে চুলে ।

বিকেলের রোদ জানালা দিয়ে ঘরে সন্ধ্যে নামতে দেরি
মোমবাতি বললো আমি শান্তি আমাকে জ্বালিয়ে রাখ মনে।

ভালবাসাও অন্ধকারে হারিয়ে যাবে না বিশ্বাসের মোমে
আশা নামের আলোর শিখা কখনোই নিভে যায় না মনে ।

ভুলে যাও, সব ভুল গুলো জোছনায় ভেজাফাগুন মাখা মনে
ভুলে যাও তোমার আমার হাসি সব মনের মাঝের বৃষ্টি ঝরে ।

হাসি আর কান্নায় মাখামাখি জীবন যেন রোদ মেঘ বৃষ্টি
এই জীবন নদীতেই আজীবন, যার কুল নাই, কিনার নাই ।

অরণ্যের মর্মরে ধ্বনিকে এখন কান্না ভাবি স্থির কোন সূত্রে
অংশিদারীত্বের শর্তে নির্মাণ করি পাথরে পাথরে উর্বর সবুজ।

অজস্র ভুল করি, বারংবার ভুল করি রক্ত চুইয়ে নামে ভুল প্রেম,
অতঃপর গন্তব্যহীন ভুলে আমাকেই ভরিয়েছি আমিহীন খামে ।

জৈবিক পাঠশালা স্রোতাধীর রোদ আকাশ ফেরে অকাল পক্ষ সূর্য
মানুষ হয়ে ফিরো চোখ মেলে পবিত্র করে নেবো অন্তর স্বপ্ন সূর্য ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: চমৎকার হয়েছে। শব্দের ঝংকার অনেক ভালো লাগলো। প্রিয়তে এবং +++++++++

২| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাসি আর কান্নায় মাখামাখি জীবন যেন রোদ মেঘ বৃষ্টি
এই জীবন নদীতেই আজীবন, যার কুল নাই, কিনার নাই ।


চমৎকার!

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

ফরিদ আহমাদ বলেছেন: নি:শ্বাস ফেলতেই ভুলে গিয়েছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.