![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
(এক)১
----কি কর পহেলা বৈশাখে একটা ইলিশ মাছ কিনতে পার না।তখন তো হাত
ধরে বলে ছিলে আমি চাঁদ চাইলে আকাশ দেবে । মেঘ চাইলে বৃষ্টি দিবে । এই
তোমার প্রেম সামছু । আমি এখন কি নিয়ে বাঁচি । ইলিশ ছারা কি আমার চলে ।
---- দেখ আমি রাজনীতি করি । আমাদের প্রধান মন্ত্রীর যে খানে ইলিশ খাবে না ।
সেই খানে আমি তার কর্মী হয়ে্,, , আমি আমার নেতা কে অসম্মান করতে পারি
না।
(দুই)২
---- আরে বেয়াই সাহেব এত সকালে এত মিষ্টি নিয়ে ।
---- মেয়ে কে দেখতে এলাম বেয়াই । এই গুলো মিষ্টি না। ইলিশ মাছ । সাংবাদিক
যদি দেখে ইলিশ কিনেছি ! খবর আছে ! তাই মিষ্টির প্যাকেটে আনছি ।
(তিন)৩
------- আমার বাপের দেয়া ইলিশ খাও । লজ্জা লাগে না।
------- দেখ রাজনীতি যারা করে তাদের লজ্জা সরম কম থাকে । শ্বশুর সাহেব
এত দাম দিয়ে যে কেন ইলিশ কিনল । তোমার বাবার মত লোক জন
দেশ টা নষ্ট করে ।
(চার)৪
--- বউ মা পান্তা ইলিশের একটা ছবি তুলে দাও তো মা । তোমার শাশুড়ি আর
আমার । মাটির প্লেট টা যেন ভাল করে উঠে মা ।
----- আব্বু জান ১২ টা ছবি তুললাম । দারুন হয়েছে । কিন্তু পান্তা যে খেলেন
না। বুঝছি আব্বা জান একটু অভিনয় করলেন আর কি ?
(পাঁচ)৫
----- এই দেখছ আমার বাবার ইলিশ খেয়ে তোমার বাবা ফেইস বুকে কি লেখছে
এইবার নাকি আগেই ১২ টা ইলিশ কিনে রেখেছিল ।
----------- বাবা ঠিকেই লিখেছে । কে জানত একটা ইলিশের দাম বার হাজার টাকা
।তাই গোপনে বিক্রি করেছে । বাজারের আনিস মিয়ার কাছে ।
(ছয়)৬
----- আমার বাবা তো সেই আনিস মিয়ার কাছ থেকেই ২৪ হজার টাকা দিয়ে
দিয়ে দুই টা ইলিশ কিনেছে ।
------- তোমার বাবা সরকারী চাকুরী করে । মাঝে মাঝে ভাবী এত টাকা কই পায় ।
(সাত)৭
---------- তোমার বাবা একজন ভাল ব্যবসায়ী । নিজের কিনা ইলিশ বিক্রি করে
টাকার লোভে । আর আমার বাবার ইলিশ মাছ দিয়ে ফেইস বুকে ছবি দেয়
---------আমার বাবা তো ছবি দিয়েছে । আর তোমার বাবা লিখেছে ইলিশ মুক্ত
বৈশাখ চাই ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭
কাজী নজরুলের ছাত্র বলেছেন: হাসালেন
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবগুলোই উপভোগ্য। ছবিতে ইলিশের টুকরা দেইখা দুধের স্বাদ ঘোলে মিটাইলাম।
ধন্যবাদ সেলিনা জাহান প্রিয়া।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আল্লাহ্ চাইলে এক দিন দাওয়াত কবুল করবেন কি
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিশ্চয়। তবে আল্লাহ চাইলে।
ধন্যবাদ বোন।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪
ধমনী বলেছেন: গল্প হলো কিনা জানিনা। পারিবারিক খুনসুটি রম্য হয়েছে।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সুমন কর বলেছেন: মজার।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৯
কানিজ রিনা বলেছেন: হা হা হা ভালই রম্য। ধন্যবাদ