নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

মাথ থাকতে নেই

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

এক দেশের রাজার একবার বিচিত্র এক খেঁয়াল হলো। তিনি তার দেশের স্রেষ্ট ভাষ্কর'কে ডেকে এনে বললেন তাঁর দেশের জনগনের মুর্তী বানাতে। একমাসের সময় চেয়ে সেই ভাষ্কর তার কাজে লেগে গেল। ভাষ্কর একমাস পর রাজাকে বললেন মুর্তী তৈরী হয়ে গেছে। কিন্তু রাজা এসে ভাষ্করের কম্মো দেখে দেখে ভীষণ ক্ষেপে গেলেন; ভাষ্কর হাজার হাজার মুর্তী বানিয়েছে, যাদের শরীর হাত পা সব আছে কিন্তু মাথা অনুপস্থিত।
রাজা ভাষ্করকে জিজ্ঞাস করলেন, এটা কি ধরণের রসিকতা। জবাবে ভাষ্কর জানালো, এটাই আপনার দেশের জনগনের মুর্তী। এদের মাথা থকতে নেই, যারা রাজ্য পরিচালনা করবে তাদেরই মাথার দরকার আর বাকিদের মাথার কোন দরকার নেই, তাই আমি বাহুল্য বর্জণ করেছি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

বিজন রয় বলেছেন: মাথা থকতে নেই

লেখায় +++

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

কালনী নদী বলেছেন: মাথাহীন লেখাতে +++ বোন!!!

৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:০০

রুবিনা পাহলান বলেছেন: ওয়াও।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

মাহবুব এইচ শাহীন বলেছেন: মাথা নেই! কোন মন্তব্য করতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.