নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

কাউ কে খারাপ বলার আগে পড়ে দেখুন

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬


যদি আপনাদের বলা হয় আপনার এই ছবি তে কি দেখছেন ? সবাই বলবেন একটা কালো দাগ দেখা যাচ্ছে । কিন্তু কেউ বিশাল সাদা জায়গাটা আছে তা বলবেন না।
তাহলে কি দাঁড়ালো আমরা মন্দটাই আগে দেখি কিন্তু সেই মন্দের চেয়ে তার ভাল জায়গা অনেক বেশি তা আমাদের চোখে পড়ে না। কারন আমরা সাদা কে মূল্যায়ন করতে শিখি নাই । তাই চোখ কে খুলে দরুন দেখবেন বিশাল সাদার কাছে একটু কালো কিছুই না।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


খুবই বেকুরী কথা বলছেন; প্রশ্ব করছেন," আপনার এই ছবি তে কি দেখছেন ? "

সাদা কাগজকে কেহ ছবি বলে, নাকি কাগজের উপর চিত্রকে ছবি বলে? এখানে চিত্র হচ্ছে কালো দাগটি

বেকুবীর সীমা থাকলে ভালো হয়!

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: যে মন বুঝেন তেমনি তো লিখবেন

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

আহলান বলেছেন: কালো দাগটাযে খারাপ বলে বলেছি, আপনি যদি তা-ই বুঝে থাকেন, তবে আপনিও তো খারাপটাই দেখলেন। আমি তো ভালো মনে করে কালোদাগ বলেছি .... ;)

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

গ্রিন জোন বলেছেন: বিশাল সাদার মধ্যে একটু কালো কিছুই না ঠিক আছে। কিন্তু যখন দাগটি বার বার হতে থাকে তখন সাদা আর থাকে না। এটাই বুঝার বিষয়..............

৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জী বুঝেছি, আকাশের দিকে তাকিয়ে ছোট্ট চাঁদটাকে দেখা যাবে না, বিশাল আকাশটাকে দেখতে হবে। আপনার প্রোফাইল পিকচারে একটা স্কার্ফ দেখা যাচ্ছে।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আমি ভাল মানুষ বলেছেন: সবাই একটু সমালোচনা করার জন্যই কথা গুলু বলছে। হে, আপনি ঠিকই বলেছেন। আমরা মানুষরা অন্নের দোশ ই প্রথমে দেখি। (মোবাইল থেকে)

৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সাথে একমত।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক বলেছেন। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

Abdur Rahim nil বলেছেন: শরীরের কোন সদ্য ক্ষত জায়গায় বার বার আঘাত লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.