নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

রম্য সংলাপ । ঈশ্বর বৃষ্টি চাই -------------

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৬



--------মহামান্য ঈশ্বর আপনার নিকট আকুল আবেদন অনেক গরম তাই বৃষ্টি চাই ।
-------- বৃষ্টি তো আর বন্যার রিলিফের মাল না যে চাইলেই পাওয়া যায় । আমার সকল
পালা ক্রমে বণ্টন করা আছে । হে মানব সন্তান তুমি বৃষ্টি বিষয়ক দূত
নিকট তোমার আর্জি পেশ কর । যদি তোমার দেশে বিশেষ কোন সুবিধা লাগে
আমি বিবেচনা করব ।
----- জি মাহামান্য ঈশ্বর । আপনার দয়া । আমি বৃষ্টি বিষয়ক দূতদের নিকট যাচ্ছি ।
অনেক চেষ্টা করে ঈশ্বরের বৃষ্টি বিষয়ক দূত কে পাওয়া গেল । মানব বলল
------ হে বৃষ্টির মহামান্য দূত । বিনীত নিবেদন আরজ আমি বাংলাদেশ ঢাকা থেকে
বলছি । ঢাকায় দাহ সারা দেশে তাপ দাহ । আমাদের বৃষ্টি যথা সময় হচ্ছে
না। তাই আমারা গরমে কষ্ট পাচ্চি ।
------ বৃষ্টি বিষয় দূত বলল - বাংলাদেশ টা কোথায় ঠিক মনে পড়ছে না।
------ মহামান্য দূত এটা এশিয়া মহাদেশের দক্ষিণে একটি অতি ক্ষুদ্র দেশ ।
------ অহ আচ্ছা । দক্ষিণ এশিয়া । আমি এটা দেখি না । আমি ধনি রাষ্ট্র
শক্তিবান ও বড় বড় দেশ গুলি দেখি । আমার উপ দূত দেখে দক্ষিণ এশিয়ার
ছোট দেশ গুলো । আপনি তাহার সাথে টাইম নিয়ে দেখা করুন ।
------ জি আজ্ঞা মহা মান্য দূত । আপনার মঙ্গল হউক ।
৭ দিন পড়ে উপদুত কে পাওয়া গেল । আমি বললাম
------- হে মহামান্য উপদুত আমি বাংলাদেশ থেকে গরমে অস্থির হয়ে আপনার নিকট
বৃষ্টির জন্য আর্জি পেশ করলাম ।
------- হে মানব বাংলাদেশ নামটা শুনেছি । কোন দিন তাদের বৃষ্টির জন্য কোন ফাইল
পরি নাই । তবে তাদের বন্যা বিষয়ক আমার কাছে অনেক তদবির আছে । সেই
দেশের মন্ত্রী রা বলে বৃষ্টি যে কোন জায়গায় হউক । তাদের বন্যা হলেই চলবে ।
আপনিই হে মানব প্রথম বৃষ্টি চাচ্ছেন । তবে বাংলাদেশ বিষয় সব কিছু দেখা
শুনা করে আমার কেরানী । আজ সে ছুটিতে । আপনি আগামী পরশু তার সাথে
দেখা করেন ।
ঈশ্বরের কেরানির দেখা পাওয়া বড়ই কঠিন । যাক চার দিন পড়ে দেখা পেলাম
আমি তাহার ভাব দেখে খুবেই বিচলিত হইলাম । আমি তাহাকে বললাম
---- হে সম্মানিত কেরানী সাহেব । আমি বাংলাদেশ থেকে এসেছি ।
---- হ্যা আপনার চেহারা তো আর বিলাতী মানুষের মত না। তা কি মনে করে
একেবারে আমার নিকট ।
---- জি জনাব । বৃষ্টির জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে ।
----- আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আমাদের অফিসে কোন বৃষ্টি নামের
কেউ নাই । আর বৃষ্টি নামের কেউ যদি কিছু করে থাকে তাহলে আপনি সে
দূতদের নিকট যান । আমার মত কেরানীর নিকট কি ?
----- জি জবান আমি আমার দেশের বৃষ্টির জন্য আপনার নিকট এসেছি ।
প্রচুর গরম । তার মধ্য বিদ্যুৎ থাকে না।
----- ও আপনি আপনার দেশের কোন জেলার জন্য বৃষ্টি চান ।
------ সব জেলার জন্যই চাই ।
------ দেখুন কিছু কিছু জেলায় বৃষ্টি দিয়েছি । কারন যে জেলায় গাছ পালা বেশি ।
তা ছাড়া আপনার দেশের মানুষ বৃষ্টি চায় , কিন্তুবড় বড় ব্যবসায়ী রা তো
চায় না। গরমে বিদ্যুতের চাহিদা বেশি । তাই কারেন বেশি লাগে । তেল বেশি
খরচ হয় । ব্যবসায়ী রা লাভবান হয় । এসি ফ্যান , আই পি এস চার্জজার ফ্যান
বেশি বিক্রি হয় । কোমল শীতল পানি বেশি বিক্রি হয় । ফসল কম হলে
আমদানি বারে , মুনফা হয় । আপনি তো তাদের ব্যবসা নষ্ট করতে বৃষ্টি
চাইছেন । আচ্ছা একটা দরখাস্ত লিখে রেখে যান । আমি সচিব স্যার বলে একটু
উপদুত সাহেবর নিকট পাঠাব , তার পড় আগামী মিটিং এ আশা করি আপনার
বিষয় টা বিবেচনা করা হবে ।
----- টা কয়দিন সময় লাগতে পাড়ে ।
----- দেখুন আমি বাংলাদেশ নিয়ে খুব বিপদে আছি । সময় ক্তদিন লাগবে তা আপনাকে
স্বপ্ন যুগে জানিয়ে দেয়া হবে ।
----- তা আমাদের নিয়ে কি সমস্যা জনাব ?
------ আপনাদের সব কিছুতেই রাজনীতি । বৃষ্টি না হলে এটা বিরোধী দলের দোষ ।
বৃষ্টি বেশি হলে তাদের দোষ । আপনাদের সব কিছুতেই পড় নিন্দা একটা ভাব
আছে । শীত দিলে গরম চান গরম দিলে বৃষ্টি চান । আজ পর্যন্ত আপনাদের
চাওয়া যে কি আমি বুঝতে পারি না ?
আপবাদের ঢাকা শহরে গাছ পালা ২% । আপনার সরকার কেন ঢাকা শহর এবং
এর আশপাশ গাছ লাগাচ্ছে না। শহরের প্রতি ছাদে কেন বাগান করার আইন
করছে না। আগে আপনারা বাংলাদেশী রা ভাল হন । প্রকৃতি বাচাতে সচেতন
হন । সব কিছুই ঈশ্বর করে দিবে তবে মনে করলে ভুল করবেন ।ঈশ্বর কে
পেতে হলে ভাল কাজ করুন । গাছ লাগানো ও একটা ভাল কাজ ।
বেশি করে গাছ লাগান নিজের দেশ বাচান । দেখবেন বৃষ্টি চাইবার আগেই
আপনাকে ভালবাসা দিবে ।।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৬

ফারগুসন বলেছেন: বাহ বাহ সুন্দর লেখা। চালিয়ে যান

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৭

আজমান আন্দালিব বলেছেন: দারুণ!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৮

আরাফআহনাফ বলেছেন: অহ আচ্ছা । দক্ষিণ এশিয়া । আমি এটা দেখি না । আমি ধনি রাষ্ট্র
শক্তিবান ও বড় বড় দেশ গুলি দেখি । আমার উপ দূত দেখে দক্ষিণ এশিয়ার
ছোট দেশ গুলো । "

চমৎকার। ++++

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৭

সাগর মাঝি বলেছেন: চমৎকার!!!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



মোটামুটি ভালো লাগেনি

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৮

শরতের ছবি বলেছেন: মজা পেলুম ।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: বেশ ।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

হুকুম আলী বলেছেন: মজার লেখা।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

শ্রাবণধারা বলেছেন: অনেক মজা পেলাম আপনার এই লেখাটা পড়ে । রম্যের ছলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন । বনায়ন নিয়ে কাজ করা বা গাছপালা লাগানো দূরের কথা, আমার ধারণা প্রকৃতি হন্তারক হিসেবে কোন জাতির বিশ্বরেকর্ডের হিসাব থাকলে আমরা বিপুল ব্যাবধানে ফি বছর পদক জিতবো । আর ঢাকার বুড়িগঙ্গাকে দেখলে আমার চিৎকার করে কাদঁতে ইচ্ছা করে....।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো রম্য ভালো হয়েছে।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া ,



বৃষ্টির উছিলায় দেখিয়ে দিলেন যে , বাঙলার ভাগ্যাকাশে আজ বৃষ্টিহীন রুদ্র কালবৈশাখীর ঘনঘটা ।
চরম ব্যঙ্গ রস ..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.