নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রেম অসুখের ভুক্তভুগী

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩




মানুষ প্রতিদিন,প্রতিনিয়ত প্রেমে পড়ে ,
প্রতিটা মুহুর্ত ডুবে থাকি তুমুল প্রেমে।
তোমাদের প্রেম আকাশের মত রং বদলায় ,
কখনো সাদা কালো মন আবার কখনো রঙিন
কখনো'বা সমুদ্রের মতো কখনো ধু ধু মরু ভুমি
আবার কখনো বৃক্ষের মতো কখনো কাঠুরের মতো !
প্রেমে আছে সহস্র বেদনার আর্তনাদ,বা কঠিন অপেক্ষা
প্রেম ডাকলে ভুলে যেতে হয় শত মান অভিমান দুঃখ ভেলা
মনের দ্বন্দ্ব গুলো ছন্দের মতো সুর করে বেজে উঠে ! অহ প্রেম তো
ভুলে যেতে হয় কঠিন তপস্যা সব মান অভিমান আর কষ্ট
বেড়িয়ে আসতে হয় কাফনের মোড়া চাদর লাশ থেকে
মানব জিবনে অন্তরালে প্রেম মনে হয় অন্য জীবন,
নিরুদ্দেশ মনের মানুষ ও ফিরে আসে এই প্রেমে
মনে হয় প্রেমের জন্য প্রভুর এই সৃষ্টি মানব,
আকাশের ছায়াচ্ছন্ন পথে লক্ষ নক্ষত্র,
যেন প্রতিটা প্রেমের প্রদীপ
কেউ দেখলই না!
প্রেম আকাশের জন্য মেঘ হয়ে উড়ে বেড়ায়
প্রেম খরা তাপ দাহ ভুমিতে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে ,
পাহাড়ের সমুদ্রের নদী্তে গাছে ফসলের মাঠে
আমি প্রতিবার সেই প্রেম দেখি চাতক নয়নে চেয়ে চেয়ে ।
প্রতিটা নারীর না' বলা চাপা গভীর প্রেম
একটু বৃষ্টির অপেক্ষায় থাকে , ভেসে যেতে চায়
ক্ষত,আঘাতের চিহ্ন,দুঃখের বারিশ মুছে
প্রেম নামের সেই স্বর্গীয় সুখের পরশে
আকাশের মতো বিশাল মন ছাড়া কি প্রেম হয় ,
পাহাড়ের মতো শক্তিশালী বিবেক ছাড়া কি প্রেম হয় ,
সমুদ্রের মতো হিংস্র না হলে প্রেমের জয় হয় কোন কালে
লালাসার প্রেম শকুনের মতো বসে থাকে কার্নিশে,
সময়মত ছো' মারে.কেউ চোখে ভোলায়,
কেউ বা সুঠাম দেহে,কেউ ভোলায় কথায়।
তবুও মানুষ অবুঝ মতো দুকদম পা চালায় প্রেমের জন্য ,
জানা স্বত্ত্বেও বারংবার ছুটে যাই! তবু হয়না শিক্ষা..
বার বার যাই প্রেম দিতে,প্রতারকের আগুনে মরতে,
আবার বেঁচে উঠি প্রেমে।
তাই বার বার প্রেমে পড়ে মানুষ ,
বেঁচে থাকার কৌশল খুঁজে শুধু প্রেম আছে বলে
আসলে মানুষ প্রেম-
মৃত অনুরূপ অসুখের ভুক্তভুগী।।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: আপনার কথাগুলো ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

মুসাফির নামা বলেছেন: আহারে! প্রেমরে....শুধু ঝুলিয়ে রাখে।

৩| ০১ লা মে, ২০১৬ রাত ১২:৩৯

আল হুসাইন সাগর বলেছেন: অসাধারন... ;)

৪| ০১ লা মে, ২০১৬ ভোর ৬:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভাবনাগুলো সুন্দর। আর আমার ব্লগে আসায় আপনাকে শুভেচ্ছা স্বাগতম।
শুভকামনা রইলো।

৫| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৩২

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: মনে হয়, আপনার ব্লগে প্রথম এসেছি। ভালো লাগলো। +++++
প্রেম বাসা বাধে

৬| ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:১১

প্রথম কথা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। খুব ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.