নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

অনু গল্প - যাদুর কিতাব ।

০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৭


গুলিস্তান একজন লোক মজমা জমিয়ে কালু যাদুর তাবিজ বিক্রি করছে । লোকটি বলছে জানেন ভাই সব আমি কামরূপ কামাখ্যা থেকে ১২ বছর সাধনা করে যা পাই নাই সেই জিনিস মাত্র আমি ৫০ হাজার টাকা দিয়ে পেয়েছি । জানেন সেই জিনিস কি ?
সবাই বলল না ভাই জানি না।এবার মজমার হকার বলল - আরে ভাই সেই জিনিস পেলাম একটা বইয়ে । আমার ১২ বছরের সাধনার সেই বই পড়ে আমি শিখেছি কি করে মানুষ কে বস করতে হয় । কি করে প্রেমে জয়ী হতে হয় । মামলায় জিততে হয় । অবাধ্য স্ত্রী কে বাধ্য করতে হয় । যদি আপনাকে কেউ যাদু টুনা করে নষ্ট করে থেকে তাঁর সেই যাদু থেকে কি করে রক্ষা পেতে হয় । প্রেম ভালবাসা , মনের মানুষ কে বসে আনা , মামলায় জিতা , যাদু টুনা বান বন্দন মন্ত্র নাশ বিনাশ সহ যাবতীয় কাজ করা যায় এই যাদুর কিতাব লজ্জাতুন নেছা কামাখ্যা ।
হকার বলে আমি এই বই রাতের বেলায় জীনদের কাছ থেকে রক্ষা করতে প্রতিদিন
মাথার নিচে রেখে ঘুমাই । কারন জীন মানুষের মাথা কে খুব ভয় পায় । মানুষের মাথা আল্লার রহমত । তাতে কত গান বুদ্ধি ।
এই তাবিজ মাত্র একটা একশত এক টাকা দাম । যাদের বিদ্যা ও বুদ্ধি আছে তারা কোন দিন প্রতারিত হয় না।
ইফতেখার সাহেবের খুব সখ পাশের বাড়ির ভাবীর সাথে পরকীয়া প্রেম করার ।
তাই তাবিজ না কিনে বলল ভাই তোমার বইটা কিনতে চাই বল দাম কত ।
হকার বলল ভাই মজা করবেন না ।
---------আরে ভাই মজা করছি না । দাম কত বলেন ।
--------- আমার বার বছরের সাধনা আপনে টাকা দিয়ে কিনতে চান ।
--------- হ্যা কিনতে চাই ।
--------- এতে কালো জাদু আছে । শুধু কিনলেই হবে না।
--------- ভাই আমি কিনতে চাই দাম কত বল ।
--------- সবার সামনে দাম বললে আপনে দিতে পারবেন । না দিলে যদি কোন বিপদ
হয় তাহলে আমার কোন দোষ নাই ।
----------ইফতেখার সাহেব: দাম কত?
---------- এক লক্ষ এগার টাকা মাত্র।
---------- এইটুকুন পাতলা বইয়ের এত দাম!
--------- আগেই তো বলছি আপনি কিনতে পারবেন না। এ বইতেও কালো জাদুর
প্রভাব আছে।
--------- দাও আমাকে এই বই
---------- হকার ফিসফিস করে বলল , ভুলেও এ বইয়ের শেষ পৃষ্ঠাটা খুলবেন না!
খুললেই আপনি জ্ঞান হারাবেন! বা মুখে রক্ত আসতে পাড়ে ।
কৌতূহল মনের ইচ্ছা আর একজন কালো যাদুগর হওয়ার জন্য লোভ সামলাতে না পেরে বইটি কিনলেন ইফতেখার।অনেক যাদু মন্ত্র , কত কি লিখা । মনে মনে বেশ খুশি ।
যে কোন কিছুতেই মানুষ কে বই পড়ে ফু দেয় । বই খুব যত্নে রাতে মাথার নিচে রাখে ।
পুরো বইটা পড়লেও , কিন্তু শেষ পৃষ্ঠা খুললেন না। একদিন সাহস করে শেষ পৃষ্ঠাটা উল্টে দেখলেন। তাতে লেখা আছে, সর্বোচ্চ বিক্রয়মূল্য ১৩০ টাকা! বাংলা বাজার ঢাকা ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৫

আওলাদ খান মুন্না বলেছেন: ভালো মজার ছিলো পোষ্ট টি-- কিন্তু বানানে অনেক ভুল ছিলো।

২| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৭

ফারহান সীমান্ত বলেছেন:
Click on link for a beautiful heart touching song. so, click for it. sure u'll like it. and share it if u like.
thanks।

click here neither miss!!!

৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৪

অশ্রুকারিগর বলেছেন: হাহাহাহাহা। মজা পাইলাম।

৪| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪৯

কাশফুল মন (আহমদ) বলেছেন: হা হা হা,,,,এটা তো আরো আগেও একবার পড়েছি। এটা কি আপনার লেখা?

০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৬

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: হা ভাই

৫| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৯

কালনী নদী বলেছেন: রহস্যময় ছোটগল্প।

৬| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: আগে কি পড়েছিলাম? তবে এ ধরনের গল্প আগে অবশ্যই পড়েছি।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ২:১৩

পবন সরকার বলেছেন: চমৎকার কাহিনী। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.