নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

সুখী হওয়ার গোপন যাদু

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১২

( কপি করা নিষেধ অনুমতি ছাড়া)
ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুমহল, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে কমবেশি আক্ষেপ সবার জীবনেই আছে। তবে অতীতের কথা চিন্তা করে ভবিষ্যতে হাল ছেড়ে দেওয়াটা বোকামি।
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন৷
২. নির্জন কোন স্থানে একাকী অন্তত ১০ মিনিট কাটান ও নিজেকে নিয়ে ভাবুন৷
৩. ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে থাকার চেষ্টা করুন। সারা দিনের করণীয় গুলো সম্পর্কে মনস্থির করুন।
৪. নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত খাবার কম খাবেন।
৫. সবুজ চা এবং পর্যাপ্ত পানি পান করুন
৬. প্রতিদিন অন্তত ৩ জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।
৭. গালগপ্প,অতীতের স্মৃতি,বাজে চিন্তা করে মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না।ভাল কাজে সময় ও শক্তি ব্যয় করুন।
৮. সকালের নাস্তা রাজার মত, দুপুরের খাবার প্রজার মত এবং রাতের খাবার খাবেন ভিক্ষুকের মত।
৯. জীবন সব সময় সমান যায় না, তবুও ভাল কিছুর অপেক্ষা করতে শিখুন।
১০. অন্যকে ঘৃনা করে সময় নষ্ট করার জন্য জীবন খুব ছোট, সকলকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য।
১১. কঠিন করে কোন বিষয় ভাববেন না। সকল বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন।
১২. সব তর্কে জিততে হবে এমন নয়, তবে মতামত হিসাবে মেনে নিতে পারেন আবার নাও মেনে নিতে পারেন।
১৩. আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন, ভূলগুলো শুধরে নিন। অতীতের জন্য বর্তমানকে নষ্ট করবেন না।
১৪. অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করবেন না।
১৫. কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই। আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে।
১৬. প্রতি ৫ বছরমেয়াদী পরিকল্পনা করুন এবং ওই সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করুন।
১৭. গরীবকে সাহায্য করুন। দাতা হোন, গ্রহীতা নয়।
১৮. অন্য লোকে আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।অাপনি অাপনাকে কি ভাবছেন সেটা মুল্যায়ন করুন ও সঠিক কাজটি করুন।
১৯.কষ্ট পুষে রাখবেন না।সময়ের স্রোতে সব কষ্ট ভেসে যায়।কষ্টের ব্যাপারে খোলামেলা অালাপ করুন ও ঘনিষ্টদের সাথে শেয়ার করুন।
২০. মনে রাখবেন সময় যতই ভাল বা খারাপ হোক তা বদলাবেই।
২১. অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকুরী অন্য কেউ দেখভাল করবে না। করবে বন্ধু কিংবা নিকটাত্মীয়রা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন।
২২. ফেইসবুক অনেক সময় নষ্ট করে। পোষ্টটি পড়তে পড়তেই অনেক খানি সময় নষ্ট করেছেন। ফেইসবুকে আপনার সময় নির্দিষ্ট করুন। কতক্ষণ সময় থাকবেন এখানে।
২৩. প্রতি রাত ঘুমানোর আগে আপনার জীবনের জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন।
২৪. মনে রাখুন জীবনের কোন কোন ভুলের জন্য আপনি ক্ষমা পেয়েছেন। সেসব ভুল আর যেন না হয় তার জন্য সতর্ক থাকুন।
২৫. আপনার বন্ধুদেরও তথ্যগুলো জানান, যেন তারাও আপনার ভাল দিকগুলো সম্পর্কে জানেন এবং আপনাকে আপনার মত করে চলতে দেয়

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:




প্রয়োজনীয় কিছু দেখছি না, কথার কথা, সবাই এগুলো বলে।

২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৪

ঢাকাবাসী বলেছেন: খুবই ভাল ভাল কথা, নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৪

আব্দুল্লাহ ইথার খান বলেছেন: উইথ ডিউ রিসপেক্ট , ম্যাডাম, আমি আমার লাইফের হ্যাপিনেসের ফর্মুলাটা একটু আপনাকে বলি,

সব সময় মনে রাখা যে এত হিসাব করে কি লাভ ? "চাইলেই তো আর সব প্লান মত হয়না" যা হয়েছে "আলহামদুলিল্লাহ" আল্লাহ ভরসা। বাচঁবো কয়দিন! ওপারের হিসাব তো আমাকেই দিতে হবে, তাই যেভাবে আছি তার থেকে আরো একটু ভালো থাকার জন্য আমি চেষ্টা করে যাব, বাকী দেবার মালিক আল্লাহ। যা পেয়েছি তার কিছুটা আমার তকদীর আর বাকীটা চেষ্টা। (যদি অন্যধর্মের হন তাহলে তার বিশ্বাস অনুযায়ী)
আমার মনে হয় সত্যিকার অর্থে প্রকৃত সুখী তারা যারা পরোপকারী,নিরহংকার এবং সত্যিকারের মুসলিম যিনি সদাসর্বদা শান্তিপ্রিয়। (তবে বাস্তবে এদের সবাইকে অনেকটা পথ কাটাঁর পথ পাড়ি দিয়ে জীবন পার করতে হয় তারপরও কেন জানি তারা খুব সুখী।

তবে উল্লেখ্য, (পৃথিবীতে কেউ ই তার মন মত হ্যাপি নায়। তাই যত না পাওয়া আছে তার সবটাকেই স্বাভাবিক ভাবেই মেনে নিতে হবে। যত দ্রুত স্বাভাবিক ভাবে মেনে নিতে পারবেন তত দ্রুতই নিজেকে চাপমুক্ত আবিস্কার করবেন। সান্তনা বাইরে থেকে আসুক না আসুক নিজের মন কে নিজেই সান্তানা দিতে হবে। তবে সেটা তখনই সম্ভব যখন আপনি ন্যায়ের পথে চলতে চেষ্টা করবেন, কারন আপনি কারো ক্ষতি করে থাকলে কখোনোই কোন বিপদে পড়লে তৎক্ষনাত মনকে স্বান্তনা দিতে পারবেন না। কারন মনকে যতবারই বুঝান না কেন সে বার বার ঐ অন্যয়ের কারনে এটা ঘটেছে এই ভেবে নিজেকে দুষঁবে)

বিশ্বাস করুন....... লোভ করে অন্যেরটা ছিনিয়ে নিয়ে হয়ত পকেট ভরে কিন্তু মন কখনোই ভরে না।
কারো দ্বিমত থাকলে আমার সাথে ওপেন ডিবেট করতে পারেন। ইউ আর ওয়েলকাম :)

ধন্যবাদ। এখন সুখী হবার কাজটি আজকে থেকে শুরু করে দিন । :)

৪| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২২

জুন বলেছেন: নির্জন স্থানে একাকী বসে থাকা :-&
নির্মল পরিবেশ :(
নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদান :-*
এসব কি আমাদের দেশের জন্য প্রযোয্য!!

৫| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮

সুমন কর বলেছেন: আগে কোথাও কি পড়েছিলাম?

মনে রাখবেন সময় যতই ভাল বা খারাপ হোক তা বদলাবেই। কিন্তু সেটা ভালো হবে নাকি খারাপ হবে কে জানে ? :(

৬| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: এত সব করার দরকার আছে ??
নিজেকে সুখি ভাবুন আপনি সবচেয়ে সুখি।

৭| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪

সিগনেচার নসিব বলেছেন: সুখী হওয়ার গোপন যাদু
ভাল বলেছেন । তবে সুখ নিজের কাছেই

৮| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৯

নীলাঞ্জনানীলা বলেছেন: "আমার মতো সুখী কে আছে!"---কারণ জানিনা, তবে আমি নিজেকে স্বস্তিতে রাখতে পারি।

বেশ লাগলো কিন্তু পোষ্টটা।

৯| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬

মুন্না সন্দ্বীপী বলেছেন: কথাগুলো অনেক গুরুত্বপুর্ন,, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.