![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
সাবাস বদরুল সাবাস ! দেশ তোমাদের দখলে ।
মায়ের পেটে গুলি খায় পৃথিবী দেখার আগেই শিশু
সাবাস বদরুল সাবাস! দেশ তোমাদের দখলে ।
তনু কোন না কোন বদরুল দায়ী
সাগর রুনি কোন না কোন বদরুল অন্তরালে খেলে
মিতু কোন না কোন বদরুল হুকুম তামিল করে
আমারা একটি বদরুল চিনেছি খাদিজা কে দিয়ে
কিন্তু লক্ষ লক্ষ বদরুলরা লালিত হচ্ছে
কোন এক নীল নক্সার ল্যাবরেটরিতে ।
কান কাটা রমজানের মতো বদরুল মরে না
আমরা কি আমাদের স্বার্থেই লালন করি বদরুলদের ?
না কি কে আমাদের ভয় দেখায় বদরুলদের লালন করে?
সাবাস বদরুল সাবাস, দেশ তোমাদের দখলে ।
এখন কোথায় বদরুল নেই ?
বদরুল বার বার ফিরে আসে ভিন্ন ভিন্ন রঙ আর নামে
কত শত বদরুল মিশে আছে এই জাত পাতের সমাজে !
যখন বদরুলদের মুখোশ খুলার সময় হয় , ঠিক তখন
বদরুলদের বিচার হয় না । ক্রস ফায়ার হয় বদরুলদের !!
আমরা চিৎকার করি , দু কলম লেখি , রাস্তায় দাড়াই
পত্রিকার প্রথম পাতা থেকে এক দিন শেষ পাতায় যায় খবর
তার পর যেই সেই! তনু মিতু সাগর রুনি খাদিজা রা হাঁড়ায়
বদরুলদের প্রেত আত্মারা হা হা হা করে হাসে ।
নীল নক্সার ল্যাবরেটরিতে বদরুলরা আবার রঙ বদলায়
নতুন কোন নামে হয়ত সামনে আসবে !
এখন অপেক্ষার পালা বদরুল রা কোন নামে
কাকে শিকার করে ?
মিডিয়া গুলোর বদরুলদের অপেক্ষায় ক্যামেরা সাজিয়ে
সাবাস দেশ !সাবাস বদরু
আরও বলার ছিল
সাবাস বদরুদের ভয়ে কলম এখানেই কালি শেষ ।।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাজ দেখে মনে হয় সে বাঁন্দরুল।