![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
স্বর্গ দেখ চেয়ে আপন অন্তরে
লোকানোর আর কিছুই নেই এই স্বর্গে।
আমি জীবনের সবচেয়ে মধুর দিনগুলো
এমন এক পুরুষের সাথে কাটিয়েছি আমি !
বিশ্বাস কর সেই পুরুষেই আমার কাছে মহান ।
যে আমার প্রেমিক নয়!
আমার স্বামীও নয় !
আমার বিশ্বাস
আমার ভালবাসা
আমার সুখ দুঃখের ছাতা সে
সেই আমাকে সুন্দর পৃথিবী দিয়েছে
আমাকে দিয়েছে তার ভালবাসার প্রথম চুম্বন ।
সেই পুরুষ ছিলেন আমার পিতা ।
আমার বাবা , আমার জন্মদাতা , আমার স্বর্গ
আমি নিরাপদে নিঃশ্বাস নিয়েছি শুধু পিতার বুকে
পিতাই আমাকে চরম মমতায় আগলে রেখেছে
তার মাথার ঘাম পায়ে ফেলে ,
রোদ বৃষ্টি ঝড় তুফান ,শীত গরম
সব কিছুতেই সে যেন এক বট বৃক্ষ আমার ।
পৃথিবীর সকল নারীর কাছে তার পিতাই
তার কাছে একমাত্র স্বর্গ ।
ভাল থাকুন পৃথিবীর সকল পিতা
তার কন্যার হৃদয়ে স্বর্গ হয়ে ।।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩
পথে-ঘাটে বলেছেন: অনুভূতি গুলো খুব সুন্দর ছিল। পড়তে গিয়ে চোখের পানি টলমল করছিল।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর হয়েছে।
ভালোলাগা +
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
কানিজ রিনা বলেছেন: কত কন্যাদের বাবা থেকেও নেই,কত বাবারা
কন্যাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজের
আনন্দ খুজে নেয়। এবং সন্তাদের দেখিয়ে
আনন্দ করতে মজা পায়।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাবাকে নিয়ে খুব সুন্দর অনুভূতি +++++