নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি উপহার

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৩



আমি বলেছিলাম,খুব রোদ্দুর এখানে
তুমি মেঘ পাঠালে আমার জন্য
অনুভবে বুঝে নিলাম তীব্র অনুভব যতো
বৃষ্টি হয়ে ঝরে পড়লো অঝোর ধারায় মন ।।

এলোমেলো বৃষ্টি এই চোখের পাতা ছুঁয়ে দেয়
মাধবীলতার মৃদু সঙ্গীত নিয়ে টাপটুপ ছন্দে!
তোমারই অপেক্ষায় তবু আষাঢ় নামে হৃদয়ে
শ্রাবণের হাওয়ায় জলরাশি বিষণ্ণ লীলাচল ।।

বৃষ্টি হয়ে মন ভেজাও দৃষ্টি রেখ নীরবতার বুক চিরে
মেঘ পিয়নের ব্যাগের ভেতর দীর্ঘ চিঠি ঝড় আনো
আত্মভোলা খেলার-ছলে মন দিয়ে কিশোরীর মায়ায়
বৃষ্টি তে আজ সুখ সাজাবো দুখ হাসাবো গীতিরঙে মন ।।

ভুলে গেছ কি ভোল নাই_আজ জেনে কাজ নাই
রিমঝিম ধ্বনিতে আমি অবোধ ভুলিতে যে চাই!
পুলকিত মন করিল মন্থন স্মৃতিরও দোসর ভুলে
জানালার আরশিতে হাত বাড়িয়ে ধরতে যাই_!!

হৃদয় আজ পুলকিত হয় দেখে শ্রাবণধারা মেঘ
সব কিছু ক্ষোভ, হয়ে নির্লোভ করিতে পাগলপারা
ধরণীতে আজ ফুটিছে কোমল, উচ্ছ্বাসে অলক করবী
নিয়ে গেল আজ, আছে যতো লাজ, পূর্ণ করিল ধরণী।।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩

একজন সত্যিকার হিমু বলেছেন: বাহ ।সুন্দর কবিতা ।ভাল লাগলো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: অনেক শুভেচ্ছা

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

অ‌প্রিয় সত্য বলেছেন: বৃ‌ষ্টি নস্টাল‌জিয়াঢ পে‌য়ে ব‌সে শুন‌লে, ভাল ি‌খে‌ছেন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: কিছুটা

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

নেয়ামুল নাহিদ বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লেখা, শুভকামনা নিরন্তর :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: অনেক শুভেচ্ছা

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: মেঘ পিয়নের ব্যাগের ভেতর দীর্ঘ চিঠি ঝড় আনো - কবিতার এ চরণটা ভাল লেগেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ধন্যবাদ

৫| ১১ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ......................................
খেয়ালী মন কত কথা বলে
ছোট নীড়ে যেতে চাইছেনা মন
পাখি বলে নেই কী আবেগ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.