নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
ডিজিটাল শোকপ্রকাশ
----------------------------------
আজকাল নেতা কোন মানুষের মৃত্যুর সংবাদ মাইকে প্রচার করা হলে, তার ২/১ ঘন্টার মধ্যে ( যেন ফেরেস্তাস্বরূপ ) একটার পর একটা ব্যানার আসতে থাকে। এক সময় দেখা যায়, মৃত্যু ব্যক্তির বাড়ীতে, অলিতে - গলিতে, রাস্তায় ব্যানারের মিছিল আর মিছিল। কার আগে কে পাঠাইতে পারে, যেন শুরু হয় এক প্রতিযোগিতা।
ব্যানারে লিখা থাকে :-- অমুকের মৃত্যুতে আমরা শোকাহত। ইতি তে থাকে, ছোটনেতা, বড়নেতা, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলার, ও সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গের নাম বড় বড় অক্ষরে। অনেকে আবার বেহায়াপনা করে নিজের ছবি ও জুড়ে দেয়।।
প্রশ্ন হচ্ছে,,,,,
★ এই ব্যানার দ্বারা কি মৃত্যু ব্যক্তির কোন লাভ হয় ?
★ ব্যানার গুলো কি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া প্রার্থনা করে ?
★ নাকি ব্যানারের বরকতে মৃত্যু ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়ে যায় ?
..... উত্তর যদি না হয়, তাহলে কেন এই ব্যানার প্রতিযোগিতা ?
সব লোকদেখানো,,, নিজের নাম প্রচারের ভাঁওতাবাজি। মরা মানুষ নিয়েও রাজনীতি। হায়রে মানুষ !!!
আরে ভাই, শোকপ্রকাশ তো মনে মনে, ব্যানারে না। আর দোয়া - সেতো অন্তরে অন্তরে। আল্লাহর দরবারে প্রার্থনা ছাড়া কোন দোয়াই কবুল হয় না। দিলের মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।। ( ভুলত্রুটি মার্জনীয় )
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
রাফিন জয় বলেছেন: সবটাই স্বীয় সংস্কৃতির প্রদর্শন বা লোক দেখানো।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৫
শোভনের শোভন বলেছেন: হয়তোবা সহস্রে অযুতে নিযুতে একজনকে পাওয়া যাবে যে কি না আবেগ প্রকাশের উপায় না পেয়ে প্রচলিত পদ্ধতিকেই অনুসরণ করে নিজের আবেগ ঝরায়!
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: প্রথম মন্তব্যে লাইক দিয়ে,
হায়রে মানুষ !!!
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
অগ্নি সারথি বলেছেন: ব্যানারে লিখা থাকে :-- অমুকের মৃত্যুতে আমরা শোকাহত। ইতি তে থাকে, ছোটনেতা, বড়নেতা, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলার, ও সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গের নাম বড় বড় অক্ষরে। অনেকে আবার বেহায়াপনা করে নিজের ছবি ও জুড়ে দেয়। - সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করোনি ।
৬| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৫
ডঃ এম এ আলী বলেছেন: লিখাটি খুব ভাল লেগেছে । খুবই মুল্যবান কথা বলেছেন ।
শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
শহিদুজ্জামান বলেছেন: এই সুযোগে যদি এলাকায় নিজের চাঁদবদনটা একটু পরিচিত করে দেয়া যায় এই আর কি!
আবেগ আর বিবেকের স্থান রাজনীতির মাঠে নেই আপা।