নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
তোমাকে হয়ত কেউ ডাকে না
এসো শান্তির পথে আলোর পথে বলে
তোমাকে হয়ত কেউ বিশ্বাস করে না
তোমার হয়ত আপন বলে কিছুই নাই
তোমার হয়ত চারদিক অন্ধকার
তোমায় ছেরে চলে গেছে প্রেম আপন জন
তুমি হারিয়েছ সব যা ছিল তোমার ।
কিন্তু এক জন তোমাকে ভুলে নাই
একজন তার প্রেমে তোমাকে ডাকে
সেই একজন আজো বিশ্বাস তুলে ডাকে
তার প্রেম চির কল্যাণ কর ।
সেই সব চেয়ে দয়াময় ।
তুমি তার ডাক শুনতে পাও রোজ
সেই প্রভাতে সে ডেকে যায়
আর বলে এসো কল্যাণের পথে
সে ডাকে তোমায় চিৎকার করে
তার ঘরের দরজা গুলো খুলে রাখে
তোমাদের জন্য তার ঘর উমুক্ত বাড়ি
ধনি গরীব সব এক কাতারে দাড়ায়
তোমাকে রোজ ডাকে সকাল থেকে রাত
সারা দুনিয়ায় সে ডেকে যায় তোমাদের
যে তার ডাকে সারা দেয়
সে প্রেমময় কল্যাণকারি একমাত্র ক্ষমতাশীল ।
তার ডাকে তুমি ফিরে এসো তার হৃদয় কুটীরে
তার ডাকে আছে শান্তি সততা আর বিশ্বাস
তার কাছেই আছে একমাত্র শান্তির পথ ।।
তুমি তার ডাক শুন আর পবিত্র হও তার নামে
দিবস রজনি কি মধুর সুরে তোমায় ডাকে
আজানের ডাক কি তুমি শুনিত পাও না হে ?
যেই ডাকে সব প্রেম ভালবাসা স্বর্গ হয়ে উঠে
এসো বন্ধু আযান ডাক দিয়েছে
তার সামনে যেতে হবে
যে আমাদের সৃষ্টি করেছে
জমাট রক্ত থেকে ।।
চল সেই ডাকে পড়ি আমাদের রবের নামে -----------
২| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মিঃ আতিক বলেছেন: সুন্দর কবিতা
৩| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩
ডঃ এম এ আলী বলেছেন: কবিতার কথা ও আবেদন অসাধারণ
তার ডাকে তুমি ফিরে এসো তার হৃদয় কুটীরে
তার ডাকে আছে শান্তি সততা আর বিশ্বাস
তার কাছেই আছে একমাত্র শান্তির পথ ।।
অনেক শুভেচ্ছা রইল ।
৪| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৩
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
৫| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮
তারেক ফাহিম বলেছেন: সুন্দর লিখছেন
৬| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬
মাহিরাহি বলেছেন: British Lady Journalist crying on hearing Azan..mp4
৭| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০১
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন!!!!!!
৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৯
কানিজ রিনা বলেছেন: অনেক ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখনি ++